নিজস্ব প্রতিনিধি, বারাসত: অল্প বৃষ্টিতেই জল ঢুকে যায় বাড়িতে। তা ঠিকমতো বের হয় না। নাকাল হতে হয় মানুষকে। তাই নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবিতে শুক্রবার দুপুরে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। ঘটনাটি বারাসত ২ নম্বর ব্লকের খড়িবাড়ির।
খড়িবাড়ি মাছবাজারে রয়েছে পাকা নিকাশি নালা। দীর্ঘদিন তা পরিষ্কার হয়নি। মাছ বাজারের জল তাতে পড়ে। সেই জল পাকা নর্দমা দিয়ে বের হয় না। বাড়িতে ঢুকে যায়। দীর্ঘদিন ধরে তা নিয়ে ক্ষোভ জমছে। যার জেরে শুক্রবার বারাসত ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসের আলি মল্লিক, ইঞ্জিনায়ার সহ অনান্য জনপ্রতিনিধিদের ঘিরে চলে তুমুল বিক্ষোভ। খবর পেয়ে পৌঁছয় শাসন থানার পুলিস। যদিও আসের আলি বলেন, কোনও বিক্ষোভ নয়। জল জমা নিয়ে মানুষ তাঁদের অভিযোগের কথা আমাদের বলেছেন। আমরা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছি।
বারাসত ২ ব্লকের কীর্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষ্ণমাটি এলাকা থেকে রাজারহাট রোডের ছোটপোল পর্যন্ত কয়েক কিমি বড় নিকাশি নালা আছে। উঁচু হতে হতে নালা অকেজো হয়ে পড়েছে। সেটি সংস্কার করতে জেলা পরিষদ থেকে পুনরায় ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কাজও শুরু হয়েছে। এদিকে খড়িবাড়ি মাছ বাজার লাগোয়া এলাকায় পিডব্লিউডির পক্ষ থেকে ১৮ লক্ষ টাকায় তৈরি হবে বড় নিকাশি নালা। শুক্রবার থেকে সেই কাজও শুরু হয়েছে। প্রশাসনের আশ্বাস, জল জমার সমস্যা দ্রুত মিটবে। নিজস্ব চিত্র