শূন্যপদের সংখ্যা ৩৫ হাজার ৭২৬, বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির
দৈনিক স্টেটসম্যান | ৩১ মে ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নতুন নিয়োগ বিধিও প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ওই গেজেট এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৩৫৭২৬টি। এর মধ্যে নবম-দশম শ্রেণির শিক্ষকের শূন্যপদ ২৩২১২। একাদশ-দ্বাদশের ক্ষেত্রে এই সংখ্যাটা ১২৫১৪। নতুন বিধি অনুসারে, জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপর। এবারও পরীক্ষায় বসতে গেলে বিএড বাধ্যতামূলক থাকছে।
নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৬০ নম্বরের। এটি আগে ৫৫ নম্বর ছিল। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। আগে এটি ছিল ৩৫ নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর অপরিবর্তিত থাকছে। এই ক্ষেত্রে আগে ১০ নম্বর ছিল, নতুন নিয়োগ বিধিতেও তা-ই রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ ১০ নম্বর। এ ছাড়া ‘লেকচার ডেমোস্ট্রেশন’-এর জন্যও সর্বোচ্চ ১০ নম্বর রাখা হচ্ছে।
নতুন নিয়োগ বিধিতে ওএমআর শিট সংরক্ষণের উপর জোর দেওয়া হয়েছে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর দু’বছর লিখিত পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ করতে হবে। তার পরে সেগুলি নষ্ট করা যেতে পারে। তবে ওএমআর শিটের স্ক্যান করা কপি প্যানেলের মেয়াদ শেষের পর ১০ বছর পর্যন্ত সংরক্ষিত হবে বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাবে ৪০ বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। সংরক্ষিত প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুসারে ছাড় পাবেন।
আগামী ১৬ জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ১৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করলে সাধারণ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র পরীক্ষার্থীদের জমা দিতে হবে ৫০০ টাকা। আর তফসিলি জাতি (এসসি), উপজাতি (এসটি), বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের দিতে হবে ২০০ টাকা। ১৪ জুলাই রাত ১১টা ৫৯-এর মধ্যে পরীক্ষায় বসার ফি জমা দিতে হবে।