• জমি বিবাদকে কেন্দ্র দুই পরিবারের মধ্যে মারপিট, জখম ১৪
    বর্তমান | ৩১ মে ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: জমি বিবাদকে কেন্দ্র দুই পরিবারের মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার শীতলকুচিতে। এই ঘটনায় জখম হয়েছেন উভয়পক্ষের ১৪ জন। আজ, শনিবার ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের খলিসামারি পঞ্চায়েতের মধ্যম মধুসূদন গ্রামে । জানা গিয়েছে, গ্রামের কবির উদ্দিন মিয়াঁ ও সাহিদার মিয়াঁর  মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এদিন জমি দখলকে কেন্দ্র করে মারপিটে জড়ায় উভয় পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার বিশাল পুলিস। বর্তমানে আহতরা শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
  • Link to this news (বর্তমান)