• রক্তাক্ত দেহের পাশে উদ্ধার ছুরি, প্রৌঢ়ের রহস্য মৃত্যুতে চাঁচলে চাঞ্চল্য
    বর্তমান | ৩১ মে ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: বাড়ি থেকে প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচলে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার ক্ষেমপুর কাশিমপুর এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃতের নাম বিলাতু মণ্ডল (৬০)। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি রক্তমাখা একটি ছুরিও। প্রৌঢ়ের বুকেও আঘাতের চিহ্ন রয়েছে। পুলিস তরফে জানানো হয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শনিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। পরিবারের দাবি, গৃহকর্তা আত্মঘাতী হয়েছেন। তবে, কীভাবে বুকে ছুরি মেরে কোনও ব্যক্তি আত্মঘাতী হতে পারে, তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে। চাঁচল থানার এক আধিকারিক বলেন, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরেই গোটা বিষয়টি পরিষ্কার হবে।
  • Link to this news (বর্তমান)