• হুগলি-বর্ধমান থেকে এক বাসে দিঘা ভ্রমণের সুযোগ
    দৈনিক স্টেটসম্যান | ০৮ জুন ২০২৫
  • হুগলি ও বর্ধমানের বাসিন্দাদের দিঘা যাওয়ার জন্য আর দুর্ভোগ পোহাতে হবে না। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা নয়া উদ্যোগ নিয়েছে। এবার থেকে এক বাসেই তাঁরা দিঘা ভ্রমণের সুযোগ পাবেন। ফলে এখানকার পর্যটকদের অন্যান্যদের মতো দিঘায় একসঙ্গে রথ দেখা আর কলাবেচার সুযোগ মিলবে। অর্থাৎ একদিকে নবনির্মিত পুরীর আদলে তৈরি দিঘার জগন্নাথ মন্দির দর্শন ও অন্যদিকে সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ ও স্নান সারতে পারবেন পর্যটক বা দর্শনার্থীরা।

    জানা গিয়েছে, দিঘাগামী নতুন এই বাস পরিষেবায় বর্ধমানের মেমারি থেকে বাসভাড়া মাত্র ২০৯ টাকা। আবার হুগলির মগরা বড়পাড়া থেকে এই ভাড়া মাত্র ১৮০ টাকা। এই বাসগুলি বর্ধমানের মেমারি থেকে হুগলির বৈঁচি হয়ে ওই বাস যাবে দিঘার জগন্নাথ মন্দিরের সামনে।

    শুক্রবার একই সঙ্গে এই নতুন বাস পরিষেবা ও বড় পাড়া বাস স্টপেজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার-সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এদিন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিঘার জগন্নাথ মন্দির তৈরি করেছেন। যা শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরে বহু মানুষের মধ্যে সাড়া ফেলেছে। প্রতিদিন সেখানে হাজার হাজার ভক্তের ভিড়। যাত্রীদের সুবিধায় উত্তরবঙ্গ থেকে মোট ৬টি ভলভো বাস চালু করা হয়েছে। একইভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও এসবিএসটিসি বাস পরিষেবা চালু করা হয়েছে।

    হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার বলেন, বর্ধমান ও হুগলির মানুষের দাবি ছিল দিঘার সরাসরি বাস পরিষেবা চালু করা। মেমারি থেকে এই বাস পরিষেবা চালু হয়েছে। যেটা হুগলির বৈঁচি, পান্ডুয়া, মগরায় দাঁড়াবে। যাতে সহজে মানুষ দিঘায় যেতে পারেন। দিঘায় আগামী দিনে ভক্ত সমাগম আরও বাড়বে বলে আশা। তার ফলে পর্যটন ব্যবসায় জোয়ার বাড়বে। আরও শক্তিশালী হবে অর্থনীতি।

    উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর দিঘাকে একটি উন্নত বড় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একের পর এক নানান উদ্যোগ নিয়ে চলেছেন। এই পর্যটন কেন্দ্রের সবচেয়ে বড় চমক দেখা গিয়েছে সম্প্রতি সম্পূর্ণ পুরীর আদলে তৈরি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর। তারপরেই দিঘায় নতুন করে পর্যটনে উৎসাহ বেড়েছে। সেই সঙ্গে পর্যটকদের দিঘায় যাতায়াতের সুবিধার্থে রাজ্যব্যাপী যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে। দিঘা যাওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু হচ্ছে দিঘাগামী নতুন নতুন বাস পরিষেবা। আর সেই পদক্ষেপের অন্যতম উদ্যোগ হল একেবারে হুগলির প্রত্যন্ত গ্রাম থেকে সরাসরি বাসে করে একদম কম খরচে পর্যটকদের দিঘায় যাওয়ার ব্যবস্থা করা। প্রতিদিন মেমারি থেকে সকাল ৬টার সময় বাসটি ছাড়বে। যা বৈঁচি, পান্ডুয়া, মগরা হয়ে দুপুর ১২টার মধ্যে পৌঁছে যাবে দিঘায়। রাস্তায় ৪৫ মিনিটের বিরতি থাকবে, যাতে মাঝপথে যাত্রীরা খাওয়াদাওয়া সেরে নিতে পারেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)