সাইবার প্রতারকদের ফাঁদে শিলিগুড়ির দুই ব্যক্তি, খোয়ালেন ৪৬ লক্ষ টাকা
বর্তমান | ১১ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শেয়ার বাজারে লগ্নি করার নাম করে এক সপ্তাহে শিলিগুড়ির দুই ব্যক্তির কাছ থেকে ৪৬ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল সাইবার প্রতারকদের বিরুদ্ধে। প্রথম ঘটনায় উত্তরপ্রদেশের বাসিন্দা এক যুবক শিলিগুড়ি শহরের আশ্রমপাড়ায় বর্তমানে কর্মসূত্রে থাকেন। পাঁচ মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। দু’জনের মধ্যে কথাবার্তা শুরু হয়। এরপরই ওই মহিলার কথা শুনে ১৯ লক্ষ টাকা লগ্নি করেন ওই যুবক। কয়েকমাস কেটে যাওয়ার পর তাঁকে দেখানো হয়, তাঁর লগ্নি করা অর্থ বেশ ভালো মুনাফা অর্জন করেছে। এরপরই ওই যুবক টাকা তুলতে চাইলে তাঁর কাছ থেকে ট্যাক্স চাওয়া হয়। যা প্রায় ১২ লক্ষ টাকার সমান। যুবক জানান, একসঙ্গে এত টাকা দিতে পারবেন না। তখন তাঁকে বলা হয় দু’বারে টাকা দিতে। প্রথম দফায় ৭ লক্ষ টাকা দেন। ওই টাকা জমা করতেই আরও টাকা দাবি করা হয়। এরপরই যুবক বুঝতে পারেন তিনি প্রতারকদের খপ্পড়ে পড়েছেন। এরপরই হোয়টসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে নানান ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সমস্ত ঘটনা জানিয়ে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন ওই যুবক।
এ প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা বারবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই ধরনের বিষয় থেকে সচেতন থাকার জন্য সতর্ক করছি। অচেনা জায়গাতে লগ্নি না করার জন্য অনুরোধ জানানো হয়। তারপরেও নানা প্রলোভনের ফাঁদে পা দিয়ে লোকজন প্রতারণার শিকার হচ্ছে।
অন্যদিকে, শিলিগুড়ির বাসিন্দা এক মহিলা একইভাবে একই ধরনের প্রতারণা চক্রের পাল্লায় পড়ে প্রায় ২০ লক্ষ টাকা খুঁইয়েছেন। শেয়ার বাজারে লগ্নি করার নাম করে তাঁর কাছ থেকে ২০ লক্ষ টাকা আদায় করে প্রতারকরা। সেই টাকা তুলতে চাইলে তাঁকেও আরও বেশি টাকা লগ্নি করতে হবে বলে জানানো হয়। কিন্তু সেই ফাঁদে পা না দিয়ে ওই মহিলা সরাসরি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিসের দ্বারস্থ হন। অভিযোগ হাতে পেয়ে পুলিস তদন্ত শুরু করেছে।