• কানে হেডফোন, রেললাইনের পাশে দাঁড়িয়ে উদ্দাম নাচের রিলস তুলতে ব্যস্ত, ছুটে আসছে দূরপাল্লার ট্রেন, তারপর?...
    আজকাল | ১২ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রেল লাইনের পাশে দাঁড়িয়ে দুই বন্ধু খোশ মেজাজে বিভিন্ন মুডে নিজেদের সেলফি তুলেছিল এবং সমাজমাধ্যমে পোস্ট করার জন্য রিলস বানাচ্ছিল। সেই সময় তীব্র গতিতে ছুটে আসা শিয়ালদহ থেকে লালগোলামুখী একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তাদের। 

    বহরমপুর জিআরপি থানা সূত্রে জানা গিয়েছে,  মৃত ওই দুই কিশোরের নাম সাহাবুল শেখ (১৮) এবং মনিরুল শেখ (১৮)। দু'জনেরই বাড়ি মুর্শিদাবাদ থানার টিকটিকিপাড়া গ্রামে। 

    ওই থানার এক আধিকারিক জানান, মঙ্গলবার সন্ধ্যে  নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জ এবং পীরতলা হল্ট স্টেশনের মাঝামাঝি এলাকায়। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল থেকেই সাহাবুল এবং মনিরুল লালগোলা - শিয়ালদহ রেল লাইনের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মুডে সেলফি তুলছিল। এর পাশাপাশি এলাকার বাসিন্দারা তাদের বিভিন্ন গানের সঙ্গে নাচ করতেও দেখেছিলেন। 

    আতাউল শেখ নামে এলাকার এক বাসিন্দা বলেন, 'ওই দুই কিশোরকে আমরা এর আগে কখনও এলাকায় দেখিনি। বিকেলবেলা থেকেই ওই দুই কিশোর রেললাইনের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকমের ছবি তুলছিল এবং ভিডিও করছিল। তাই বিষয়টিকে আমরা গুরুত্ব দিইনি। পরে আমরা রক্তাক্ত অবস্থায় ওই দুই কিশোরকে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখতে পাই।  দু'জনকে কানাপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।'

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমাজমাধ্যমে পোস্ট করার জন্য বিভিন্ন ভিডিও তৈরি করতে মুর্শিদাবাদ থানার টিকটিকিপাড়া এলাকা থেকে বেশ কিছুটা দূরে তারা গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই দুই কিশোরকে রেললাইনের পাশে দাঁড়িয়ে ভিডিও করতে দেখে ট্রেন চালক বহুবার হর্ন বাজিয়েছেন। তাঁদের ধারণা, সম্ভবত দুই কিশোরের কানেই হেডফোন লাগানো ছিল। সেই কারণে তারা ট্রেনের হর্ন শুনতে পায়নি এবং তার ফলেই দুর্ঘটনা ঘটেছে।

    এবিষয়ে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'খুবই দুঃখজনক ঘটনা। বারবার বলা সত্ত্বেও রেললাইনের ওপর বা পাশে দাঁড়িয়ে এই রিলস বানানো বা ছবি তোলা বন্ধ করা যাচ্ছে না। যার জেরেই ঘটছে এই ধরনের দুর্ঘটনা। এবিষয়ে বড়দের মতো ছোটদেরও সচেতন হওয়া দরকার। রেলের পক্ষ থেকে এবিষয়ে আরও বেশি নজরদারি চালানো হবে।'
  • Link to this news (আজকাল)