এসএসসি তদন্তে নয়া মোড়, নতুন অডিয়ো-ভিডিয়ো ক্লিপে মিলল ৫ কণ্ঠস্বর
দৈনিক স্টেটসম্যান | ১৩ জুন ২০২৫
এসএসসির নিয়োগ মামলার তদন্তে একটি নতুন অডিও–ভিডিও ক্লিপ হাতে পেয়েছে সিবিআই। সেই ক্লিপে পাঁচ জনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সেই সূত্রে পাঁচজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। বৃহস্পতিবার আলিপুর আদালতে এসএসসির দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানির সময়ই সিবিআই এই তথ্য তুলে ধরে। তবে ক্লিপটি তাঁরা কোথা থেকে পেয়েছেন তা প্রকাশ্যে আনতে চাননি সিবিআইয়ের তদন্তকারীরা।
তদন্তকারীদের দাবি, ক্লিপটিতে এসএসসি মামলার সঙ্গে জড়িত পাঁচ জনের অডিও পাওয়া গিয়েছে। তাঁরা পরিকল্পনা করে দুর্নীতি করেছেন বলে তদন্তে উঠে এসেছে। সেই সূত্রে সুবীরেশ ভট্টাচার্য, নিলাদ্রী দাস, সমরজিৎ আচার্য, পর্ণা বোস, পঙ্কজ বনসল–– এই পাঁচ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার আবেদন জানিয়েছে সিবিআই। শুনানিতে এই ক্লিপের গ্রহণযোগ্যতা ও উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন সুবীরেশের আইনজীবী। যদিও কোনওভাবেই উৎস প্রকাশ করতে নারাজ সিবিআই। এই নিয়ে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের উদ্দেশে বিচারক বলেন, সকলকে উৎস সম্পর্কে না জানালেও ‘কনফিডেনশিয়াল নোট’ দিয়ে আদালতকে তা জানাতে হবে।
উল্লেখ্য প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র একটি অডিয়ো ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছিল। এ বার এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে আরও একটি অডিয়ো-ভিডিয়ো ক্লিপ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
অভিযুক্তদের সঞ্জয় দাশগুপ্ত আদালতের বাইরে বেরিয়ে ক্লিপটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর ধারণা, ক্লিপটি বানানো, এর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনটি চার্জশিট জমা পড়ার পর কেন হঠাৎ অডিও–ভিডিও ক্লিপের কথা আদালতে জানানো হল সেই প্রশ্নও তুলেছেন তিনি। সেই কারণে শুনানিতে ক্লিপের উৎস সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল।