• আমরণ অনশনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা
    দৈনিক স্টেটসম্যান | ১৩ জুন ২০২৫
  • এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পরেও মেলেনি কোনও রফাসূত্র। এর ফলে বৃহস্পতিবার রাত ১২টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন এসএসসির চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ১২ জন সদস্য। তাঁরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।

    নিজেদের দাবিতে এখনও অনড় আন্দোলনকারীরা। তাঁরা বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার এসএসসি ভবন পর্যন্ত মিছিল করেন। আন্দোলনকারীদের দাবি, রিভিউ পিটিশন ও কিউরেটিভ পিটিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরীক্ষার ফর্ম ফিলআপ করা বা পরীক্ষা নেওয়া যাবে না, যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, ওএমআর শিটের মিরর ইমের প্রকাশ করতে হবে। পাশাপাশি যাঁরা বিদ্যালয়ে যাচ্ছেন তাঁদেরও তালিকা প্রকাশ করার দাবি জানানো হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে গত ৩০ মে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ জুন থেকে শুরু হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া। সেই তারিখ যাতে পিছিয়ে দেওয়া হয় তার দাবি জানাতে বৃহস্পতিবার এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ৮ জন সদস্যকে চেয়ারম্যানের সঙ্গে দেখা করার অনুমতি দেয় পুলিশ। ৩ ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। বৈঠক থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীরা জানান, কোনও সমাধান বের হয়নি।

    বৈঠকে কোনও সমাধান সূত্র না বের হওয়ায় নিজেদের মধ্যে বৈঠক করে আমরণ অনশনের সিদ্ধান্ত নেন শিক্ষকশিক্ষিকারা। বৃহস্পতিবার রাত ১২ টা থেকে শুরু হওয়া অনশনে অংশ নেন ৬ জন শিক্ষক ও ৬ জন শিক্ষিকা। হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল পার্কের কাছে যেখানে প্রতিবাদ মঞ্চ করা হয়েছে সেখানেই অনশনে বসেন শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনকারীরা আর কোনওভাবেই পরীক্ষা দিতে চান না। তাই ফর্ম ফিলআপ, পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে অনশন শুরু করেছেন তাঁরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)