• ভবানীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন, অভিযুক্ত পলাতক
    বর্তমান | ১৪ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হল এক যুবককে। ভবানীপুরের বেনিনন্দন স্ট্রিটের এই ঘটনাকে ঘিরে শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সৌমেন ঘড়া (৩৫)। তিনি স্থানীয় একটি সোনার দোকানের কর্মী। একটি লরি রাবিশ নিয়ে যাওয়ার সময় একটি দোকানের শেডে ধাক্কা মারলে তা নিয়ে সৌমেনের সঙ্গে স্থানীয় বাসিন্দা অশেষ সরকার ওরফে পিগলুর গোলমাল হয়। অভিযোগ, সেই সময় পিগলু আচমকা ছুরি বের করে সৌমেনের বুকে ও পেটে আঘাত করতে থাকে। এতেই মৃত্যু হয় সৌমেনের। অভিযুক্ত পলাতক।

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনার দোকানের মালিকের বাড়ি মেরামতির কাজ চলছে। বাড়ির একাংশ ভাঙায় ইট, কাঠ সহ বিভিন্ন রাবিশ জমা হয়। স্থানীয় বাসিন্দা রবি শর্মা বলেন, শুক্রবার দুপুরে একটি লরিতে ওই রাবিশ তোলা হয়। বেলা ৩টে নাগাদ লরিটি ব্যাক করার সময় রাস্তার বাঁ দিকে থাকা একটি চানাচুরের দোকানের শেডে ধাক্কা লাগে। এর ফলে শেডটি ভেঙে যায়। দোকান মালিক সন্দীপ আগরওয়াল প্রতিবাদ করেন। তখন সোনার দোকানের কর্মী সৌমেন বাইরেই দাঁড়িয়েছিলেন। এই ঘটনায় সন্দীপবাবু উত্তেজিত হয়ে পড়েন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। সৌমেন বলেন, শেড মেরামতির খরচ তাঁর মালিক দিয়ে দেবেন। তখনকার মতো সমস্যা মিটে যায়। হঠাৎ উল্টোদিক থেকে পিগলু এসে চিৎকার শুরু করে। তার সঙ্গে বচসা হয় সৌমেনের। পিগলু বলে, মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হবে সোনার দোকানের মালিককে। সৌমেন তাকে বলেন, ইতিমধ্যেই সন্দীপ আগরওয়ালের সঙ্গে এ নিয়ে কথা হয়ে গিয়েছে। তাকে মাথা গলাতে নিষেধ করেন তিনি। তখন আচমকা ছুরি বের করে সৌমেনের বুক ও পেটে এলোপাথাড়ি কোপায় পিগলু। স্থানীয় কাউন্সিলার বাবলু সিং বলেন, প্রকাশ্য রাস্তায় এই দৃশ্য দেখে পিগলুর নাবালক ছেলে এসে বাবাকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু সে ছাড়াতে পারেনি। উল্টে আহত হয় ছেলেও। সোনার দোকানের ওই কর্মী সংজ্ঞাহীন হয়ে পড়লে ছুরি ফেলে পালিয়ে যায় পিগলু। এই ঘটনাকে ঘিরে এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে আসে কালীঘাট থানার পুলিস। তাঁরা রক্তাক্ত সৌমেনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, অভিযুক্ত পিগলুর বিরুদ্ধে এলাকায় তোলাবাজির অভিযোগ রয়েছে। বিভিন্ন অজুহাতে টাকা চাইত সে।
  • Link to this news (বর্তমান)