• যুবককে বেধড়ক মারধর, পঞ্চায়েত নেতার আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ
    বর্তমান | ১৪ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাইকের চাকায় জখম হয়েছে পা। এই দাবি করে এক যুবককে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল বারাসত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির এক আত্মীয়ের বিরুদ্ধে। তাজ মহম্মদ নামের ওই যুবককে গুরুতর জখম অবস্থায় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার শিমুলিয়া এলাকায়। এ নিয়ে সভাপতির দুই আত্মীয়ের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তের পরিবার। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিস।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাজ মহম্মদের বাড়ি শাসনের ধোকরা গ্রামে। ওইদিন তিনি বাইক নিয়ে কাজে যাচ্ছিলেন। মধ্যমগ্রামের শিমুলিয়া গ্রামের রাস্তায় তখন দাঁড়িয়েছিলেন বারাসত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবির দুই আত্মীয় সাদ্দাম ও মকবুল। তাজের বাইকের চাকা তাঁদের পায়ের উপর দিয়ে গিয়েছে— এই অভিযোগ তুলে সাদ্দাম এবং মকবুল তাঁর বাইক আটকে রেখে তাঁকে মারধর করে। নাকে, বুকে চোট পেয়েছেন তাজ। অচৈতন্য হয়ে পড়ায় অভিযুক্তরা তাঁকে ফেলে চম্পট দেয়। স্থানীয়রাই তাজকে উদ্ধার করে নিয়ে আসেন বারাসত হাসপাতালে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। পরিস্থিতি বেগতিক বুঝে হাসপাতালে আসেন বারাসত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি। গ্রামবাসীদের দাবি, সভাপতির দুই আত্মীয় বিনা দোষে ওই যুবককে মারধর করেছে। আক্রান্তের ভাগ্নে বাহানুর ইসলাম বলেন, মামা কাজে যাচ্ছিলেন বাইকে করে। রাস্তার পাশেই দাঁড়িয়ে সাদ্দাম ও মকবুল। বাইকের চাকা তাঁদের পায়ের উপর দিয়ে যায়নি। তাসত্ত্বেও মামাকে মারধর করা হয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি ওই দু’জনের নামে। এনিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির মনোয়ারা বিবি বলেন, অন্যায় কাজ হয়েছে। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে পুলিস যথাযথ ব্যবস্থা নেবে। মধ্যমগ্রাম থানার পুলিস জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। গোটা বিষটি খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অশান্তি এড়াতে পুলিস পিকেট বসানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)