লাগাতার ধরপাকড় সত্ত্বেও হাওড়া দিয়ে গাঁজা পাচারের চেষ্টা চলছেই। ফের গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১৫০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করল লিলুয়া থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার জনকে।বৃহস্পতিবার গভীর রাতে লিলুয়ার জয়পুর বিলের আন্ডারপাসে একটি লরি ও একটি ট্যাক্সিকে আটক করে ওই গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওড়িশা থেকে ওই গাঁজা আনা হচ্ছিল। ধৃতদেরনাম অশোককুমার সিংহ, সুনীল মাহাতো, মনোজ সিংহ ও কমলেশ কুমার। আটক করা হয়েছে লরি ও ট্যাক্সিটি।