• সহকর্মীকে গুলি, মৃত বিএসএফ জওয়ান
    বর্তমান | ১৫ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হল অপর এক বিএসএফ জওয়ানের। মৃতের নাম রতন সিং। নিহত রতনের দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত বিএসএফ জওয়ানকে আটক করেছে পুলিস। সূত্রের খবর, শনিবার রাতে সামশেরগঞ্জে দুই বিএসএফ জওয়ান কর্মরত অবস্থায় বিবাদে জড়িয়ে পড়ে। সেই সময় সহকর্মী রতনকে লক্ষ্য করে গুলি চালায় অপর বিএসএফ জওয়ান। ঘটনায় সামশেরগঞ্জের পাহাড়ঘাটিতে রীতিমতো শোরগোল পড়ে যায়। গুলিবিদ্ধ রতনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চালকালীন মৃত্যু হয় রতনের।  উল্লেখ্য, ওয়াকফ আন্দোলনের জেরে সামশেরগঞ্জে অতিরিক্ত বিএসএফ মোতায়েন রয়েছে। সেখানেই তাঁরা রাতে ডিউটি করছিলেন। নিজেদের মধ্যে বচসার জেরে গুলি চলে বলেই সূত্রের খবর। যদিও বিএসএফের তরফে এদিন রাত পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলে়নি। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন জঙ্গিপুর জেলা পুলিসের এক শীর্ষকর্তা।
  • Link to this news (বর্তমান)