• বিড়ম্বনায় বিজেপি বিধায়ক! সেক্স ব়্যাকেট-সহ একগুচ্ছ অভিযোগে সরব এক রহস্যময়ী নারী...
    ২৪ ঘন্টা | ১৬ জুন ২০২৫
  • নারায়ন সিংহ রায়: 

    রহস্যময়ীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তোলপাড় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। ঘাম ছুটছে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের।

    এই বিষয়ে তৃণমূলের মুখপাত্রের বক্তব্য, এগুলো সবই পরিকল্পনা মাফিক সৃষ্টি করা হয়েছে। আগে আপনারা নিজেদের গায়ের কার্বানকাল ও ঘায়ের উপর নজর দিন, অন্যের আঁচিল, ফুসকুড়ির ওপর এত বেশি খেয়াল করতে যাবেন না।

    রহস্যময়ী নারী স্বর্ণালী মজুমদার:

    নিজেকে নীতি আয়োগ এবং বিজেপি আইটি সেল এর সদস্যা পরিচয় দিয়ে স্বর্ণালী মজুমদার নামে এই মহিলা লাগাতার পোস্টে কটাক্ষ করে চলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকে। কখনও দেহ ব্যবসার অভিযোগ তোলা হচ্ছে শংকর ঘোষ ঘনিষ্ঠ এক মহিলার নামে, আবার কখনও সরাসরি নানান অপরাধের কাজের অভিযোগ তোলা হচ্ছে শংকর ঘোষ এর বিরুদ্ধে। অতি সম্প্রতি বেঙ্গালুরু নিবাসী শিলিগুড়ির এক তরুণী দেহ ব্যবসায় জড়িত থাকার অপরাধে সেখানকার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ওই মহিলা। 

    ধৃত মহিলা এবং শংকর ঘোষ কে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নানান পোস্টে ক্ষুব্ধ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। শুধুমাত্র শংকর ঘোষই নন, শিলিগুড়ির বিজেপি সহ-সভাপতি দীপঙ্কর মানিক অরোরাকে নিয়েও নানান কটুক্তি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য পোষণ করেছেন দীপঙ্কর মানিক অরোরা। তিনি পুলিশের দ্বারস্থ হচ্ছেন এবং আইনের দারস্থ হচ্ছেন বলেও জানিয়েছেন। 

    সেক্স ব়্যাকেট চালান বলে অভিযোগ: 

    সম্প্রতি দেহ ব্যবসার অভিযোগ তুলে স্বর্ণালীর প্রোফাইল থেকে যে পোস্ট করা হয়েছে, সেখানে শংকর ঘনিষ্ঠ মৌসুমী নামে এক মহিলার কথা বলা হয়েছে। মৌসুমী সেক্স ব়্যাকেট চালান বলে উল্লেখ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সমস্ত পোস্টে ট্যাগ করা হয়েছে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তকে, শিলিগুড়ি পুলিশকে এবং বিজেপির নানান নেতা-নেত্রী কে। 

    শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক সহ-সভাপতি  দীপঙ্কর অরোরার দুই নিকট আত্মীয়কে নিয়েও পোস্ট করেছেন ওই মহিলা। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে কটুক্তি। ঐ মহিলার প্রোফাইল ঘেঁটে দেখা গেছে ২০২৩ সালের শেষের দিক থেকে একের পর এক পোস্ট করছেন ওই মহিলা। জানা গিয়েছে ২০২৪ সালের পয়লা জানুয়ারি দীপঙ্কর অরোরা ওই মহিলার বিরুদ্ধে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন।

    মহিলা আইটি সেল এর সদস্যা 

    সূত্রের খবর ২০২৩ সালে মানিক অরোরার সঙ্গে নাকি শংকর ঘোষ ওই মহিলার পরিচয় করিয়েছিলেন। দীপঙ্কর অরোরা জানান শিলিগুড়ির একটি হোটেলে শিলিগুড়ির বিধায়ক দীপঙ্করের সঙ্গে ওই মহিলার পরিচয় করান। ওই মহিলা নিজেকে আইটি সেল এর সদস্যা পরিচয় দিয়েছিলেন। কী ভাবে বিজেপির পোস্ট সোশ্যাল মিডিয়ায় করতে হবে ওই মহিলা তার পাঠ পড়াতে এসেছিলেন শিলিগুড়িতে। কিন্তু কিছুদিন পর ওই মহিলাকে দীপঙ্কর অরোরা এবং শংকর ঘোষের সন্দেহজনক মনে হওয়াতে তারা তার সঙ্গে সম্পর্ক ছেদ করেন। 

    একটি whatsapp গ্রুপেও নাকি ওই মহিলা ছিল বলে শংকর ঘোষ এবং দীপঙ্কর অরোরা ওই whatsapp গ্রুপ লেফট করেছেন বলে জানা গেছে। 

    ২০২৩ সালের ৩১ শে ডিসেম্বর শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সহ-সভাপতি দীপঙ্কর অরোরার আত্মীয়দের দাগি আসামির তকমা দিয়ে ওই মহিলা পোস্ট করেছিলেন। এরপরেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন দীপঙ্কর অরোরা। পাশাপাশি রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দীপঙ্কর অরোরার একসঙ্গে থাকা একটি ছবিকে অপরাধীর সঙ্গে ছবি বলে পোস্ট করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন দীপঙ্কর অরোরা। এরপর দীপঙ্কর অরোরা বিজেপি শিলিগুড়ির এক্স হ্যান্ডেল থেকে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় করা লিখিত অভিযোগ করা কপি ওই মহিলাকে ট্যাগ করেছিলেন।

    শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ:

    এরপর কিছুদিন সব বন্ধ থাকলেও, নতুন করে ওই মহিলা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ এবং শিলিগুড়ি বিজেপির সহ-সভাপতি দীপঙ্কর অরোরার নামে নানান কটুক্তি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন বলে অভিযোগ শংকর এবং দীপঙ্করের। তাদের চরিত্র এবং তাদেরকে সেক্স রাকেটে জড়িয়ে দেওয়ার মতো অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ওই মহিলা করছেন বলেই অভিযোগ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং সহ-সভাপতি দীপঙ্কর অরোরার। গোটা বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং আদালতের দ্বারস্থ হতে চলেছেন দুজনেই। 

    সোশ্যাল মিডিয়া:

    সোশ্যাল মিডিয়ায় দীপঙ্কর মানিক অরোরা তার সমস্ত অভিযোগের কথা জানিয়েছেন।

    অপরদিকে বিষয়টি নিয়ে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানোর পাশাপাশি, আইনজীবীদের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে ওই মহিলার বিরুদ্ধে।

    কুরুচিকর মন্তব্য ও অশালীন পোস্ট:

    তাঁর মতে তার খ্যাতি নষ্ট করার জন্যই মহিলা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। এর আগে নিজেকে স্বর্ণালী পরিচয় দিয়ে এক মহিলা তার সঙ্গে যোগাযোগ করেছে। শংকর ঘোষের দাবি স্বর্ণালী ঘোষ নামে রহস্যময় নারী প্রশাসনের আরও অনেকের নামে নিজের একাউন্টে কুরুচিকর মন্তব্য করেছেন, নানা রকম অশালীন পোস্ট করেছেন, এর থেকেই ওই মহিলার রুচি তাদের কাছে স্পষ্ট।

    পাশাপাশি এই ঘটনা নিয়ে দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, শিলিগুড়ি বিজেপি বিধায়ক এবং তাদের প্রায় সব নেতার পোশাকের তলায় বড় বড় একজিমা ও কারব্যাংকালের মতো ঘা তাদের শরীরে আছে। কিন্তু তারা অন্যের শরীরের আঁচিল ফুসকুড়ি নিয়ে বেশি সমালোচনা করেন। এরা নিজেদের জাদুকর বলে মনে করেন। ইদানিংকালে দেখতে পাচ্ছি, শত শত বছর আগে যেই ধরণের ঘটনা যা আগে কখনো ঘটেনি তা এখন ঘটছে এবং এগুলো সবই পরিকল্পনা মাফিক সৃষ্টি করা হয়েছে। তাই আমরা বলছি, আগে আপনারা নিজেদের গায়ের কার্বানকাল ও ঘায়ের উপর নজর দিন, অন্যের আচিল ফুসকুড়ির ওপর এত বেশি খেয়াল করতে যাবেন না।

  • Link to this news (২৪ ঘন্টা)