• পুজোর বাজনা সন্তোষ মিত্র স্কোয়ারে, ‘অপারেশন সিঁদুর’ থিম ঘোষণা সজল ঘোষের
    আজ তক | ১৬ জুন ২০২৫
  • Operation Sindoor Durga Puja 2025: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের দুর্গাপুজোর থিম "অপারেশন সিঁদুর"। থিমটির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও দেশপ্রেমকে সম্মান জানানো হবে। এই পুজোর মূল উদ্যোক্তা কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিজেপি নেতা সজল ঘোষ।

    তিনি জানিয়েছেন, এই থিমের মাধ্যমে পুজোর মাধ্যমে দেশকে শ্রদ্ধা জানানো হচ্ছে। থিমের প্যান্ডেলে সেনার অভিযান, সাহস, সীমান্ত প্রতিরক্ষা, এবং আত্মত্যাগ ফুটে উঠবে। প্যান্ডেল তৈরিতে থাকছে আধুনিক আলোকসজ্জা, শিল্পনির্ভর থ্রি-ডি আর্ট, এবং সেনাবাহিনীর বাস্তব ঘটনা অবলম্বনে সৃষ্ট ভিজুয়াল উপস্থাপনা।
    সজল ঘোষ বলেন, ‘‘এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দেশের জন্য নিবেদিত এক থিম—অপারেশন সিঁদুর।’’

    এই থিম কলকাতার অন্যান্য পুজো থেকে আলাদা। যেখানে অনেক পুজো থাইল্যান্ড, লাস ভেগাস বা রাজমন্দিরের অনুকরণে থিম নেয়, সেখানে সন্তোষ মিত্র স্কোয়ার দেশের বীরদের শ্রদ্ধা জানিয়ে থিম তৈরি করেছে। এটি শুধু দর্শনার্থীদের চমক দেয় না, বরং মানুষের মনে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলে।

     
  • Link to this news (আজ তক)