নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে আজ, রবিবার একটি জুতোর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। খবর পেয়েই অকুস্থলে চলে আসে দমকল। কিন্তু তার আগে ওই দোকানে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু তা কাজ করেনি বলে অভিযোগ। শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের কর্মীদের। শহরের জনবহুল এলাকায় ওই জুতোর দোকানে আগুন লাগার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিসের পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে চলে আসেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ পুর প্রতিনিধিরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানটিতে অগ্নিনির্বাপণ যন্ত্র ঠিক ছিল না বলে ভাইস চেয়ারম্যানও অভিযোগ করেন। তাঁর দাবি, শহরের দোকান ও শপিংমলগুলিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কি না তা খতিয়ে দেখতে অবিলম্বে দমকল কর্তৃপক্ষের অভিযান চালানো উচিত। ওই অভিযানে পুলিস ও পুরসভাকেও সঙ্গে নেওয়া দরকার।