ভোটের আগে শেষ রবিবার প্রচারে ঝড় তৃণমূলের, টক্কর বাম-কংয়ের, দলের তারকা বিধায়ক হিরণকে সঙ্গে নিয়ে ঘুরলেন বিজেপি প্রার্থী
বর্তমান | ১৬ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: আর কয়েক দিন বাদেই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ভোটের আগে শেষ রবিবার রাজনৈতিক দলগুলির প্রচার ঘিরে তুমুল উত্তেজনা দেখা যায়। তৃণমূল কংগ্রেস এদিন হেভিওয়েট ও সেলিব্রেটিদের মাঠে নামিয়ে প্রচারে ঝড় তোলে। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের পাশে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোসারফ হোসেনও। তাঁরা সকলেই সাধারণ মানুষের উদ্দেশে বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে বিজয়ী করার আবেদন জানান।
পিছিয়ে ছিল না বাম-কংগ্রেস জোটও। কংগ্রেসের রাজ্য সভাপতি ও সিপিএমের রাজ্য নেতৃত্ব একযোগে প্রচারে নামেন। দিনের শুরু থেকেই পথসভা, মিছিল ও বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে ব্যস্ত ছিলেন তাঁরা। তবে ছুটির দিনেও তুলনামূলকভাবে অনেকটাই শান্তভাবে প্রচার সারেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। বিকেলের দিকে গোবরা এলাকায় তাঁর সঙ্গে প্রচারে অংশ নেন অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সব মিলিয়ে কালীগঞ্জে রবিবারের প্রচার ছিল জমজমাট ও চমকপ্রদ। ভোটের আগে শেষ মুহূর্তের এই লড়াইয়ে কে এগিয়ে থাকেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ চড়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত রাজনৈতিক দলের কাছেই অ্যাসিড টেস্ট এই উপনির্বাচন। যদিও কিছুটা এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল। তবে অন্যদিকে জয়-পরাজয়ের থেকেও ভোট ময়দানে নিজেদের শক্তি ঝালিয়ে নেওয়াই লক্ষ্য বিরোধী শিবিরের। তাই গোটা রাজ্যের নজর রয়েছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে। তাই ভোটের আগে শেষ ছুটির দিনে চুটিয়ে প্রচারের সুযোগ হাতছাড়া করেনি কোনও রাজনৈতিক দলই।
এদিন সকালের দিকে কালীগঞ্জ পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের সঙ্গে দেখা যায় সেলিব্রেটি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে দেখতে রাস্তার দু’ ধারে উৎসাহী জনতার ভিড় উপচে পড়ে। মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। টিভির পর্দার সেলিব্রেটিকে কাছে পেয়ে সেলফি তোলার হিড়িকও দেখা যায়। বিকেলের দিকে পানিঘাটা পঞ্চায়েতের পাগলাচণ্ডী ফুটবল মাঠে এবং জুরানপুড়ে প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন মোসারফ হোসেন এবং সেলিব্রিটি বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায়। তাঁদের দেখতে ভিড় উপচে পড়ে সাধারণ মানুষের। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বলেন, সেলিব্রেটিদের দেখার আগ্রহ মানুষের বেশি থাকে। তাঁরা সকলেই আসছেন। আমার হয়ে প্রচার করছেন। মানুষের থেকে ভালো সাড়া পাচ্ছি।
অন্যদিকে বড়চাঁদঘর এলাকায় বাম-কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখের হয়ে প্রচার করেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। এছাড়াও সন্ধ্যার দিকে ওই এলাকায় প্রচারে আসেন সিপিএম নেতা শতরূপ ঘোষ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বল্লভপাড়া এলাকাতেও পথসভা করা হয়। সিপিএম নেতা দেবাশিস আচার্য বলেন, প্রার্থীর সঙ্গে প্রচারের পাশাপাশি আমাদের শাখা সংগঠনগুলি বিভিন্ন জায়গায় পথসভা করছে। উপনির্বাচনে আমার তৃণমূল ও বিজেপি উভয়ের সঙ্গেই লড়ছি। এদিন সকালের দিকে পলাশীর গোবিন্দপুর এলাকায় প্রচার সারেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তাঁর সঙ্গে কেউ ছিলেন না। একাই প্রচার সেরেছেন তিনি। তবে বিকেলের দিকে গোবরা পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন হিরণ চট্টোপাধ্যায়।