• পথ সংস্কারে বিস্তর খোঁড়াখুঁড়ি, বৃষ্টিতে ভোগান্তি বিধাননগরে
    আনন্দবাজার | ১৬ জুন ২০২৫
  • রাস্তার মানোন্নয়নে বিধাননগর পুর এলাকার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে কাজ। কোথাও কাজ শেষের পথে, কোথাও আবার কাজ শুরুই হয়নি। তবে এর মধ্যেই কয়েক দিনের বৃষ্টিতে অবস্থা বেহাল। ফলে, কিছু এলাকায় ভোগান্তির মুখে পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের। যদিও পুরসভার দাবি, পর্যায়ক্রমে রাস্তার মানোন্ননের কাজ চলছে। একই সঙ্গে রাজারহাট-গোপালপুর এলাকায় রাস্তা এবং নিকাশি নালার কাজও চলছে। পরিস্রুত পানীয় জল প্রকল্পের কাজও শুরু হয়েছে। তার জেরেই রাস্তায় বিস্তর খোঁড়াখুঁড়ি করতে হয়েছে।

    বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, রাজারহাট-গোপালপুর, সল্টলেক-সহ গোটা পুর এলাকায় পর্যায়ক্রমে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। তবে বাসিন্দাদের একাংশের বক্তব্য, পুর এলাকায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বেড়েছে। তাই দ্রুত কাজ শেষ না হওয়ায় অল্প বৃষ্টিতেই সমস্যা হচ্ছে। বর্ষা শুরু হয়ে গেলে সেই সমস্যা আরও বড় আকার নিতে পারে। স্থানীয় বাসিন্দা অঙ্কিত মজুমদারের কথায়, ‘‘রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে অনেক দিন আগেই। কিন্তু কাজ শেষ হতে সময় বেশি লাগায় যাতায়াতে বিস্তর সমস্যা হচ্ছে।’’

    স্থানীয় ২৬ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সুশোভন (মাইকেল) মণ্ডল জানান, স্থানীয় একটি মেলা চলছিল কিছু দিন আগে পর্যন্ত। তার পাশের এলাকায় নিকাশি ও রাস্তার কাজ চলছিল। তাই মেলার কারণে রাস্তা মেরামতির জন্য সামগ্রী আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। তবে এ বার দ্রুত কাজ শেষ হবে বলে আশা করছেন ওই পুরপ্রতিনিধি। ১৭ নম্বর ওয়ার্ডেও খাল সংলগ্ন রাস্তা খোঁড়াখুঁড়ির জেরে ভোগান্তি হচ্ছে স্থানীয়দের। স্থানীয় পুরপ্রতিনিধি আশুতোষ নন্দী জানান, রাস্তায় পেভার ব্লক বসানো হয়েছিল। তবে জল সরবরাহ প্রকল্পের কাজের জন্য পাইপলাইন বসাতে ফের রাস্তা খুঁড়তে হয়েছে। ওই কাজ শেষ হলেই দ্রুত রাস্তা ঠিক করা হবে।

    ইতিমধ্যে সল্টলেকের কিছু বড় রাস্তা সংস্কার করা হয়েছে। কেষ্টপুরে খাল সংলগ্ন রাস্তার কাজও দ্রুত শুরু হবে। কেষ্টপুর থেকে মিশন বাজার, বাগুইআটির চালপট্টি রোড-সহ একাধিক রাস্তায় কয়েক কোটি টাকা খরচ করে পেভার ব্লক বসানো হয়েছে। পূর্ত দফতর কয়েক কোটি টাকা খরচ করে বাগুইআটি থেকে হেলাবটতলা পর্যন্ত রাস্তা তৈরি করেছে।

    বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী জানান, রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ১৬টি ওয়ার্ডে গত কয়েক বছরে রাস্তা, নিকাশি নালা-সহ পরিকাঠামোর উন্নয়নে রাজ্যের সহায়তায় কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে। পরিস্রুত পানীয় জল প্রকল্পের কাজও শুরু হয়েছে। ফলে বেশ কিছু রাস্তায় খোঁড়াখুঁড়ি করতে হয়েছে। এর জেরে ভোগান্তি হলেও ভবিষ্যতের স্বার্থে বাসিন্দারা সহযোগিতা করবেন বলে আশাবাদী দেবরাজ। যদিও সল্টলেকবাসীদের একাংশের মতে, এ বার ওয়ার্ডের ভিতরের দিকের রাস্তা এবং খাল সংলগ্ন রাস্তাগুলিরও উন্নয়ন প্রয়োজন।

    বিধাননগরের ডেপুটি মেয়র অনিতা মণ্ডল জানান, কয়েক কোটি টাকা ব্যয়ে রাস্তা মেরামতির কাজ হচ্ছে। পর্যায়ক্রমে তা চলছে। অধিকাংশ কাজ প্রায় শেষ। বাকিগুলিও বর্ষার আগে দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
  • Link to this news (আনন্দবাজার)