• মাতাল ধরলেই ৫ হাজার! বাংলার গ্রামে শুরু অভিনব অভিযান
    TV9 বাংলা | ১৮ জুন ২০২৫
  • গোপালপুর: মদ্যপদের উৎপাতে অতিষ্ট গোটা গ্রাম। খেলার মাঠ থেকে রাস্তাঘাট, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু দেশি-বিদেশি মদের বোতল ছড়িয়ে। মাঠে কাজে গেল কাটছে পা, বোতলের তোড়ে জমছে জল। নাভিশ্বাস উঠছে গোটা গ্রামের। গ্রামবাসীদের একাংশের দাবি, বাইরের ছেলেরা এসে মদ খেয়ে চলে যাচ্ছে। ফেলে যাচ্ছে বোতল। তাই স্তূপ হয়ে জমছে লোকালয়ে। সঙ্গে মদ্যপদের কটূক্তি, বদমাইশি তো রয়েইছে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গোপালপুর গ্রামে। এবার মদ্যপদেক সবক শেখাতে অভিনব উদ্যোগ নিলেন গ্রামের বাসিন্দারা।

    গোপালপুর গ্রামের কাঁটাবন এলাকায় বেশ কিছুদিন ধরে মদ্যপ যুবকদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। তা নিয়েই এবার পোস্টার পড়ল গ্রামে। পোস্টারে লেখা যারা এই ধরনের কাজ করছে তাদের হাতে পায়ে বেঁধে জল বিছুটি দেওয়া হবে। কুড়ি হাজার টাকা জরিমানা করা হবে। এমনকী যাঁরা মদ্যপদের ধরিয়ে দিতে পারবে তাঁদের গ্রামের পক্ষ থেকে ৫ হাজার টাকা দিয়ে পুরষ্কৃতও করা হবে।

    গ্রামের লোকজন বলছেন তাঁরা ইতিমধ্যে বিষয়টি প্রশাসনের নজরেও এনেছেন। তাঁরা চাইছেন দ্রুত মদ্যপদের দৌরাত্ম্য বন্ধ হোক। চন্দ্রকোনা থানার পুলিশ বলছে, ইতিমধ্যেই বিষয়টি তাঁদের নজরে এসেছে। পুলিশ বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে। এলাকার লোকজন বলছেন, দ্রুত মাঠে নামুক পুলিশ। নাহলে ক্ষোভের আগুন আরও বাড়বে।
  • Link to this news (TV9 বাংলা)