• দলবদলের বাজারে সেরা চমক, ISL জয়ী তারকা ফুটবলারকে নিতে ঝাঁপাল ইস্টবেঙ্গল
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ জুন ২০২৫
  • দলবদলের বাজারে আবার বিরাট চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। সবাইকে চমকে এমন একজন তারকা ফুটবলারের জন্য লাল-হলুদ শিবির ঝাঁপিয়েছে যাঁকে সমীহ করে চলে বিপক্ষের তাবড় ডিফেন্ডাররা। এমনকী এই তারকা ফুটবলার একাই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন। হাজার হাজার সবুজ-মেরুন সমর্থকে ভরা যুবভারতী স্টেডিয়াম স্তব্ধ করে দিয়েছিলেন মোহনবাগানকে হারিয়ে ISL কাপ জিতে। এবার সেই তারকাকে নেওয়ার জন্য জান-প্রাণ লড়িয়ে দিচ্ছে শতাব্দী প্রাচীন ক্লাব ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)।

    এই তারকা খেলেন ভারতীয় ফুটবল টিমেও। ২৩ বছরের রাইট উইঙ্গার কাম অ্যাটাকার খেলতে পারেন সেন্টার ফরোয়ার্ড হিসাবেও। অজস্র গোল রয়েছে তাঁর ISL-এ। তাঁকে দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। আগামী মরশুমের জন্য জোর কদমে ঘর গোছানোর কাজ করছেন ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো এবং কোচ অস্কার ব্রুজ়ো। তাঁদের নজর রয়েছে এই তারকা ফুটবলারের উপর। সব ঠিক থাকলে, কথাবার্তা পাকা হলে আগামী মরশুমে তাঁকে দেখা যেতে পারে লাল-হলুদ জার্সিতে। এই দলবদলের খবর সত্যি হলে খুশির ঠিকানা থাকবে না ইস্টবেঙ্গল সমর্থকদের।

    ট্রান্সফার মার্কেটের বড় খবর, মুম্বাই সিটি এফসি-র (Mumbai City FC) তারকা ফুটবলার বিক্রম প্রতাপ সিংকে (Vikram Partap Singh) নিতে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। ২৩ বছরের এই ফুটবলার ২০২০ সালে ইন্ডিয়ান অ্যারোজ থেকে মুম্বাই সিটি এফসি-তে যোগ দেন। বর্তমানে তাঁর মার্কেট ভ্যালু ১.৮ কোটি টাকা। এই মরশুমে মুম্বাইয়ের হয়ে ISL-এ ২০টি ম্যাচ খেলেছেন বিক্রম। গোল করেছেন একটি। মূলত রাইট উইঙ্গারে খেলেন তিনি। তবে সেন্টার ফরোয়ার্ড এবং লেফট উইংয়েও তিনি স্বচ্ছন্দ। ২০২৩-২৪ মরশুমে আইএসএল কাপ ফাইনালে যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগানের ডিফেন্ডার বিশেষ করে শুভাশিস বোসকে নাকানিচোবানি খাইয়ে ছিলেন বিক্রম। সেই ম্যাচ বিক্রম এবং বিপিনের যুগলবন্দি দ্বিতীয়ার্ধে ঝাঁঝরা করে দেয় বাগান ডিফেন্সকে। কাপ জেতে মুম্বাই সিটি এফসি।

    গত মরশুম মুম্বাই সিটি এফসি-র খুব একটা ভাল যায়নি। সুপার সিক্সে কোয়ালিফাই করলেও বেঙ্গালুরু এফসি-র কাছে ধরাশায়ী হয় আইল্যান্ডাররা। সুপার কাপেও বিশেষ কিছু করতে পারেনি মুম্বাই। শোনা যাচ্ছে, বিক্রমের সঙ্গে আগামী মরশুমের জন্য কথাবার্তা চালাচ্ছেন লাল-হলুদ কর্তারা।

    এদিকে, ট্রান্সফার মার্কেটের বড় খবর, ইস্টবেঙ্গলের তারকা স্ট্রাইকার পি ভি বিষ্ণুকে (PV Vishnu) দলে নিতে আগ্রহী মুম্বাই সিটি এফসি। যদিও ইস্টবেঙ্গলের সঙ্গে বিষ্ণুর চুক্তি রয়েছে আগামী বছরের মে মাস পর্যন্ত। কিন্তু দলবদলের বাজারে সবই সম্ভব। বিষ্ণুর এজেন্ট ইনভেন্টিভ স্পোর্টসের সঙ্গে নাকি কথাবার্তা চলছে মুম্বাই সিটির। গত মরশুম খুব একটা ভাল যায়নি মুম্বাইয়ের। ২০২৩-২৪ মরশুমের আইএসএল কাপ জয়ী মুম্বাই ভাল মানের স্ট্রাইকার খুঁজছে। বর্তমানে তাঁরা বড্ড বেশি ছাংতে নির্ভর। তাই তাঁকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য বিষ্ণুর মতো ভাল মানের স্ট্রাইকারকে নিতে চাইছে মুম্বাই।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)