• 'ভাইপোবাবু আমাকে আটকাতে পারবেন না', হাইকোর্টের অনুমতিতে মহেশতলায় শুভেন্দু!
    ২৪ ঘন্টা | ১৮ জুন ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'ইনসাফ বিচার আপনারা পাবেন'। কলকাতা হাইকোর্টের অনুমতিতে মহেশতলায় শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বললেন, 'এইজন্যই পশ্চিমবঙ্গের লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে, এই এলাকার লোককে লোকসভা ভোটেও ভোট দিতে দেওয়া হয়নি। আগামী বিধানসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হবে না'।

    এক সপ্তাহ পার। দুই ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বে  রীতিমতো  অগ্নগর্ভ হয়ে ওঠেছিল মহেশতলা। একাধিক দোকানে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাইকে। এমনকী, ইটবৃষ্টির মুখে পড়তে হয়েছিল পুলিস। যে রবীন্দ্রনগর এলাকা থেকে গণ্ডগোল সূত্রপাত্র, আজ বুধবার সেই এলাকায় পরিদর্শন করেন শুভেন্দু। কথা বলেন আক্রান্তদের সঙ্গেও।

    শুভেন্দু বলেন, 'প্রত্যেকটা হিন্দু এখানে অসুরক্ষিত। সবার সঙ্গে দেখা করেছি।  আহতদের বাড়িতে গিয়েছি। জোর করে অনেক দোকান বন্ধ করেছে।  এখানকার মানুষকে বলে যাব, ইনসাফ বিচার আপনারা পাবেন। আপনাদের বিচার পাওয়ার জন্য, এলাকার শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা  যা করার করবে। আইনে মধ্যে থেকে করবে'। তাঁর দাবি, 'পুলিসকে শুধু বলব, রাজীব কুমার ও ডায়মন্ড হারবার জেলা পুলিসকে, তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন, সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন। আমি পুরো ভিডিও করতে করতে এসেছি, আমি হাইকোর্টে ভিডিয়ো জমা দেব'। 

    শুভেন্দু জানান, 'শিবমন্দিরে গিয়েছি, বজরং বলির মন্দিরে গিয়েছি। একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন, আমি বাইরে থেকে  প্রণাম করেছি। কোনও ঝামেলায় যাব না। আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক সাড়া পেয়েছি। তাঁদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, ধমক দেওয়া হয়েছে। তাও তাঁরা বেরিয়ে কথা বলেছেন। আমার সঙ্গে চারজন আহত দেখা করেছে। ইতিমধ্যে আমি গাটুলিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে ২৭ জনের হাতে ক্ষতিপূরণ তুলে দিয়েছি'। সঙ্গে হুঁশিয়ারি, 'আমাকে ভাইপোবাবু আটকাতে পারবেন না, মমতার পুলিস পারবে না'।

    শুভেন্দুকে অবশ্য় মহেশতলা যাওয়ার অনুমতি দিতে রাজি ছিল না পুলিস। এরপর মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। শর্তসাপেক্ষে রাজ্যের বিরোধী দলনেতাকে মহেশতলা যাওয়ার অনুমতি দেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। 

  • Link to this news (২৪ ঘন্টা)