• পুলিসি ছাড়পত্র ছাড়াই ভাড়া, ফ্ল্যাট মালিক ও দালালের বিরুদ্ধে মামলা
    বর্তমান | ১৯ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফ্ল্যাট বা বাড়ি ভাড়া নিতে হলে প্রত্যেক ভাড়াটিয়াকে নিতে হবে ‘পুলিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ (পিসিসি)। শহরের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এমনই নির্দেশিকা ঘোষণা করেছে বিধাননগর কমিশনারেট। মঙ্গলবার বাগুইআটির একটি ফ্ল্যাট ঩থেকে কল সেন্টার চক্রের ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। যারা ভাড়া নিয়েছিল, তাদের পুলিসি ছাড়পত্র ছিল না। তাই ওই ঘটনায় ফ্ল্যাট মালিক এবং এক দালালের বিরুদ্ধে মামলা রুজু করল বাগুইআটি থানার পুলিস।

    প্রসঙ্গত, অনলাইনে মিলছে ‘পুলিসি ছাড়পত্র’। কমিশনারেটের 

    এই নির্দেশিকার মাত্র ২০ দিনের 

    মধ্যে সল্টলেক, নিউটাউন, 

    রাজারহাট, এয়ারপোর্ট সহ গোটা বিধাননগর থেকে প্রায় চার হাজার আবেদন পড়েছে। প্রসঙ্গত, যাঁদের বাড়িতে পুরনো ভাড়াটিয়া রয়েছে, অথচ সেই ভাড়াটিয়ারা ছাড়পত্রের জন্য আবেদন করছেন না, ওইরকম বাড়ি মালিকদেরও নোটিস পাঠাচ্ছে পুলিস।

    পুলিস জানিয়েছে, বাগুইআটির ফ্ল্যাট মালিক দালাল মারফত ওই ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা তাঁর ফ্ল্যাটে কল সেন্টার খুলে বসেছিল। 

    ঋণ দেওয়ার নামে প্রতারণা চক্র চালাচ্ছিল। ছ’জনকে গ্রেপ্তার 

    করার পরই পুলিস ফ্ল্যাট মালিকের খোঁজ করে। তাতে দেখা যায়, ভাড়াটিয়ারা পিসিসি না নিয়েই ফ্ল্যাটে ছিল। অথচ, ফ্ল্যাট মালিক তাদের 

    কিছু জানাননি। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেহেতু, দালালও যুক্ত, তাই তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)