হাওড়ার বাগনানে ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রিবাহী বাসে ধাক্কা লরির। দুই বাসযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। একাধিক যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কে বাগনান লাইব্রেরি মোড়ের কাছে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বাগনান থেকে শ্যামবাজারের উদ্দেশে যাচ্ছিল যাত্রিবাহী বাসটি। সকাল সাড়ে সাতটা নাগাদ বাগনান লাইব্রেরি মোড়ের কাছে বাসটি জাতীয় সড়কে ওঠার সময় কোলাঘাট অভিমুখে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে।
একাধিক যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। আহত হন একাধিক বাস যাত্রী। দুর্ঘটনার পর আহত বাস যাত্রীদের দ্রুত বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, এখনও পর্যন্ত ২ জন বাস যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।
পুলিশ লরিটিকে আটক করেছে। আহতদের দেখতে মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। তিনি আহতদের চিকিৎসা ব্যাপারে খোঁজখবর নেন। মেডিক্যাল কলেজে উপস্থিত উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডল, বিডিও এইচ এম রিয়াজুল হক।