আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বৃষ্টি মাথায় করেই শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির প্রতীকে লড়ছেন আশিস ঘোষ। কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। ছাতা মাথায় বুথের বাইরে দেখা যাচ্ছে ভোটারদের। একইদিনে ভোটগণনা পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম, গুজরাতের কাদি, বিসাবদর, এবং কেরলের নিলম্বুরে। ভোটগণনা সোমবার।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে জিতেছিলেন নাসিরুদ্দিন আহমেদ। ফেব্রুয়ারি মাসে তাঁর মৃত্যু হয়। তারপর থেকে বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। অন্যদিকে গুজরাতের কাদিতেও বিধায়কের মৃত্যুর ফলে উপনির্বাচন হচ্ছে। বিসাবদরে উপনির্বাচন হচ্ছে বিধায়কের পদত্যাগের কারণে। কেরলের নিলম্বুরে নির্দল বিধায়ক ছিলেন পিভি আনওয়ার। পঞ্জাবের লুধিয়ানা পশ্চিমও আপ বিধায়কের মৃত্যুর পরেই উপনির্বাচন হচ্ছে।
৯২ বছর বয়সে ভোট দিচ্ছেন পলাশি উচ্চ বিদ্যালয়ের ৩৪ বছরের প্রধান শিক্ষক। নির্বাচন কমিশন বাড়িতে গিয়ে ভোটের ব্যবস্থা করলেও তিনি রাজি হননি। এই বয়সেও ভোট গ্রহণ কেন্দ্রে এসে ভোট দিতেই তিনি স্বাচ্ছন্দ্য। প্রয়াত প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদ তার ছাত্র ছিলেন। প্রতিকূল আবহাওয়াকে অগ্রাহ্য করেও ভোট দিতে এলেন মীরা বালিকা বিদ্যানিকেতনে। আরও মানুষ যাতে প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করেও বেশি বেশি করে ভোট দেন সেই বার্তা দিলেন।