• ‘দাদা,দাদা…’, কোনও কথা কানেই নিলেন না, ভোট দিয়েই বিজেপি প্রার্থীর অশ্লীল ইঙ্গিতে লজ্জা ...
    আজকাল | ১৯ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টি মাথায় নিয়েই রাজ্যে ভোট। উপনির্বাচন চলছে কালীগঞ্জ বিধানসভায়। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে নদিয়ার এই বিধানসভা কেন্দ্রে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। বৃষ্টি মাথায় নিয়েই বুথে বুথে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। সকাল থেকে বেলা গড়িয়ে দুপুর, ভোট গ্রহণ আপাত শান্তিতে হলেও, জট পাকিয়েছে একেবারে অন্য কারণে। 

    ভোটের মাঝেই আলোচনায় বিজেপি প্রার্থীর অশ্লীল ইঙ্গিত! ঠিক কী ঘটেছে? ঘটনার ভিডিও ভাইরাল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতারা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।

    ভিডিওতে দেখা গিয়েছে, ভোট দিয়ে বেরিয়ে আসার সময় কালীগঞ্জের বিজেপি প্রার্থী প্রথমে ‘ভিকট্রি সাইন’ দেখালেও, ঠিক তার পরেই আচমকা জনসমক্ষে মধ্যমা প্রদর্শন করেন। পাশ থেকে বারবার শোনা গিয়েছে, অনেকেই বলছেন, ‘দাদা আঙুলের ছবিটা, দাদা…’ তিনি যদিও সেসবে কর্ণপাত করেননি। কয়েক মুহূর্ত পর, ফিরে যান। 

    ওই ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘কালীগঞ্জের বিজেপি প্রার্থী ভোট দিয়ে বেরিয়ে সাধারণ জনগণকে মধ্যাঙ্গুলী (Middle Finger) দেখাচ্ছেন! যদিও তাদের দল বরাবরই নির্বাচনের পরে মানুষকে এই আঙ্গুলটাই দেখিয়ে আসছেন, কিন্তু এই প্রথম নির্বাচন শুরু হতেই ভেতর থেকে আসল প্রবৃত্তি বেরিয়ে এল!’

    বিজেপি প্রার্থী কী বলছেন ঘটনা প্রসঙ্গে? সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, এসব পরিকল্পনা। পরিকল্পনা  করেই তাঁর তর্জনির পরিবর্তে মধ্যমায় ভোট দেওয়ার পর কালীর দাগ দেওয়া হয়েছে তাঁর অগোচরে। 

    উল্লেখ্য, নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পর চার মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ ও ২০২১ সালে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। এবার সেখানে তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফাকে। এই ভোটে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির আশিস ঘোষ এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ। 
  • Link to this news (আজকাল)