নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুলিস সুপার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও তোলাবাজির অভিযোগ! কলকাতার গরফা থানা এলাকার ভাড়া বাড়ি থেকে সুস্মিত সেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল আমডাঙা থানার পুলিস। ওই ব্যক্তি ভুয়ো পুলিস বলে জানা গিয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নোটের বান্ডিল। মোট সাড়ে পাঁচ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেই পুলিস সূত্রে খবর। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল, সিমকার্ড, ভুয়ো আধার ও ভোটার কার্ডও। গরফা এলাকায় নীলবাতি গাড়ি নিয়ে ঘুরত ধৃত যুবক।নিজেকে পুলিস সুপার রণজয় চট্টোপাধ্যায় বলে পরিচয় দিত। সম্প্রতি, আমডাঙা থানা এলাকায় চাকরির নামে প্রতারণার শিকার হন এক ব্যক্তি। তিনিই ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন। তদন্তে নেমে আজ, বৃহস্পতিবার ভোর রাতে গরফা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আমডাঙা থানার পুলিস। ধৃতকে এদিনই বারাসত আদালতে তোলা হবে। তার আসল পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করছে আমডাঙা থানার পুলিস।