• সাতসকালে পুরুলিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বিয়েবাড়ি থেকে ফেরার পথে ৯ বরযাত্রীর মৃত্যু
    এই সময় | ২০ জুন ২০২৫
  • পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার সকালে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে বরযাত্রী বোঝাই চার চাকার গাড়ি ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। মৃত ৯ জন। আহত একাধিক। ঘটনাস্থলে পুলিশ। দুর্ঘটনার পর জাতীয় সড়কে প্রবল যানজট।

    জানা গিয়েছে, বরযাত্রী বোঝাই গাড়িটি পুরুলিয়ার দিক থেকে আসছিল। বলরামপুর নামশোল প্রাইমারি স্কুলের পাশে ঘটনাটি ঘটে। জামশেদপুরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রেলার মুখোমুখি ধাক্কা মারে গাড়িটিকে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে রাস্তার ধারে উল্টে যায় স্পঞ্জ আয়রন বোঝাই ট্রেলারটিও।

    আহতদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৯ জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদের সকলের বাড়ি ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার মুরু, লকড়ি ও বান্দু গ্রামে।

    ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও। পুলিশের প্রাথমিক অনুমান, সকালে মুষলধারে বৃষ্টি হওয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না তা খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)