ইজ়রায়েলে ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল হামলা করল ইরান। আজ়োর শহরে আছড়ে পড়েছে এই মিসাইল।
শুক্রবার পজ়িটিভ ভাইব দেশের শেয়ার বাজারে। দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচক প্রায় ০.৫০ শতাংশ করে বেড়েছে। সকাল ১০টা ১৫ মিনিটে সেনসেক্স ৩৯৩ পয়েন্ট বেড়ে রয়েছে ৮১ হাজার ৭৫৫ পয়েন্টে। নিফটি৫০ ১২০ পয়েন্ট বেড়ে রয়েছে ২৪ হাজার ৯১৩ পয়েন্টে।
শুক্রবার তসকালেই ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৯ জন বরযাত্রীর। পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের বলরামপুরের নামশোলের কাছে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে বরযাত্রী বোঝাই বোলেরো পিকআপ ভ্যানটি পুরুলিয়া দিক থেকে বলরামপুরের দিকে যাচ্ছিল। হঠাৎই জামশেদপুর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রেলার মুখোমুখি ধাক্কা ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় ছোট চারচাকা গাড়িটি। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় চার চাকা গাড়িতে থাকা মোট ৯ জন যাত্রীর।
চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা হয়। আজ, শুক্রবার সেই মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি অমৃতা সিনহা। গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। গত সপ্তাহে ওই মামলার শুনানি শেষ হয়।
বিহার ও ওডিশা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুপুর ১২টায় বিহারের সিওয়ানে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা রয়েছে তাঁর। একটি জনসভাও করবেন। এরপর বিকেল ৩.৪৫-এ ওডিশার ভুবনেশ্বরে রোড শো করার কথা মোদীর। বিকেলে যোগ দেবেন কেন্দ্রীয় সরকারের একবছর পূর্তি অনুষ্ঠানে।
শুক্রবার আকাশ মেঘলা থাকবে। কলকাতায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর ও দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।