• জন্ম-মৃত্যুর ভুয়ো শংসাপত্র বিতর্কে এবার কড়া পদক্ষেপ রাজ‍্যের! জেলায় জেলায় পাঠান হল বড় নির্দেশ
    News18 বাংলা | ২০ জুন ২০২৫
  • কলকাতা: জন্মের ভুয়ো শংসাপত্রকে কেন্দ্র করে বিতর্কে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ‍্য। জন্ম ও মৃত্যুর শংসাপত্রের জন্য রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসেবে কাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে, তার আগাম অনুমতি নিতে হবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার থেকে, জেলায় জেলায় নির্দেশ রাজ্যের।

    সূত্রের খবর, রাজ্যের কয়েকটি জায়গায় জন্মের ভুয়ো শংসাপত্রকে কেন্দ্র করে বাধে বিতর্ক। তাই এবার নিরাপত্তা সংক্রান্ত কড়া পদক্ষেপ রাজ্যের। জন্ম ও মৃত্যুর শংসাপত্রের জন্য রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসেবে কাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে, তার আগাম অনুমতি নিতে হবে রাজ্যের ‘চিফ রেজিস্ট্রার অফ বার্থস এন্ড ডেথস’-এর থেকে। প্রতিটি জেলায় জারি এই নির্দেশিকা।

    নিয়োগপত্র দেওয়ার পর ওই ব‍্যক্তির নাম, মোবাইল নম্বর, ইউজার আইডি, ইমেইল বদল হলে সেটিও ‘চিফ রেজিস্ট্রার অফ বার্থস এন্ড ডেথসে’র থেকে অনুমোদন নিতে হবে। অনুমোদন নেওয়ার পরই তা করা যাবে।

    সম্প্রতি কয়েকটি জায়গায় নম্বর বদল, ইউজার আইডি বদল করে জন্মের ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। তার জেরেই এই নির্দেশ জেলায় জেলায় পাঠাল রাজ্য।

    রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসেবে গ্রামীণ ও শহরে এলাকায় কারা কারা রয়েছেন তার তালিকা তৈরি করা শুরু করলেন বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা।
  • Link to this news (News18 বাংলা)