ইস্টবেঙ্গল আপাতত অতীত, রিচার্ড সেলিসের নতুন ঠিকানা এখন কোথায়
TV9 বাংলা | ২০ জুন ২০২৫
ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) ইস্টবেঙ্গল এফসি আপাতত কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে। ২০২০ সালে তারা এই টুর্নামেন্টে যোগ দিয়েছিল। কিন্তু, এখনও পর্যন্ত তারা একবারও সুপার সিক্সে উঠতে পারেনি। এই পরিস্থিতিতে লাল-হলুদ ম্যানেজমেন্ট আগামী মরশুমের জন্য দলগঠন শুরু করে দিয়েছে। আর সেই দলগঠনের স্বার্থেই বেশ কয়েকজন বিদেশি ফুটবলারকে ইতিমধ্যে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্য়ানেজমেন্ট। সেই তালিকায় নাম রয়েছে ভেনেজুয়েলার 'সুপার স্ট্রাইকার' রিচার্ড সেলিসেরও (Richard Celis)। ইস্টবেঙ্গলের সঙ্গে দুরত্ব তৈরি হওয়ার পর বর্তমানে কোথায় আস্তানা গড়লেন রিচার্ড? আসুন, সেই ব্যাপারে সবিস্তারে আলোচনা করে নেওয়া যাক।
নজর কেড়েছিলেন রিচার্ড
ইস্টবেঙ্গলের জার্সিতে রিচার্ড সেলিসের কেরিয়ার বেশ সংক্ষিপ্ত হলেও, তা যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। গত মরশুমে শুরুটা একেবারেই ভাল করতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। প্রথম তিনটে ম্য়াচে হারের হ্যাটট্রিকের পর আচমকাই 'হাওয়া' হয়ে যান দলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) দায়িত্ব গ্রহণ করার পর সেই ক্ষতে কিছুটা হলেও মলম লাগানো সম্ভব হয়। প্রথমে ভূটানের মাটিতে AFC চ্যালেঞ্জ লিগে তারা অভাবনীয় পারফরম্য়ান্স করে। এরপর জয়ের সরণীতে ফেরে আইএসএল টুর্নামেন্টেও।
চোটের কারণে জর্জরিত ইস্টবেঙ্গল
এরপর চোটের কারণে মশালবাহিনীর আগুন কার্যত নিভে যায়। একের পর এক দল থেকে ছিটকে যান মাদিহ তালাল, সাউল ক্রেসপো, হিজাজি মাহের সহ একাধিক ফুটবলার। তালিকা থেকে বাদ ছিলেন না ভারতীয় ফুটবলাররাও। ঠিক এমনই একটি কঠিন সময়ে ইস্টবেঙ্গল দলে আগমন ঘটে রিচার্ড সেলিসের। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল তাঁকে সই করিয়ে আনে। সেলিসের ফুটবল দক্ষতা প্রথম ম্য়াচ থেকেই ইস্টবেঙ্গল সমর্থকদের নজর কেড়েছিল। কিন্তু, আশার প্রদীপ তিনি জ্বালাতে পারেননি। লাল-হলুদ সমর্থকরা আশা করেছিলেন, বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে হয়ত জ্বলে উঠবেন সেলিস। কিন্তু, এই মরণ-বাঁচন ম্য়াচে তিনি নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারেননি। আর সেকারণেই ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ইস্টবেঙ্গল।
নতুন ক্লাবে যোগ দিলেন সেলিস
এই বিদায়ের পর সমর্থকদের পাশাপাশি লাল-হলুদ ম্য়ানেজমেন্টও সেলিসের পারফরম্য়ান্স নিয়ে যথেষ্ট হতাশ হয়ে পড়ে। আর সেকারণেই সম্প্রতি তাঁকে 'থ্যাঙ্ক ইউ' বলে দেওয়া হয়েছে। ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েও সেলিসের রিলিজের ব্য়াপারে জানিয়ে দেওয়া হয়েছিল। যদিও সেলিসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের একাংশ যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন। যাইহোক, একটি সূত্র মারফৎ জানা গিয়েছে যে রিচার্ড সেলিস ইতিমধ্যে ইকুয়েডরের একটি ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন। তাঁর নতুন ঠিকানা ডিপোর্টিভো টেকনিকো ইউনিভার্সিতারিও। জানা গিয়েছে, এই দলটি ইকুয়েডরের শীর্ষ ফুটবল লিগ খেলে। লাতিন আমেরিকার ফুটবল আঙিনায় রিচার্ড তাঁর হারানো ফর্ম ফিরে পান কি না, সেটাই আপাতত দেখার।