• এ বার লোকালেও হিমেল হাওয়া! ফুরফুরে অফিসযাত্রার ভাড়া কত? জানাল রেলের শিয়ালদহ বিভাগ
    আনন্দবাজার | ২০ জুন ২০২৫
  • আর গলদঘর্ম হয়ে অফিসযাত্রা নয়। বাড়ি ফেরার সময়েও হন্তদন্ত হয়ে লোকাল ট্রেন ধরতে পারলেও মিলবে ঠান্ডা হাওয়ার পরশ। কারণ, বাংলাতেও চলবে এসি লোকাল ট্রেন। আর কিছু দিনের মধ্যেই শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখায় শুরু হয়ে যাবে এসি লোকাল ট্রেনের যাতায়াত। ভিড় হতেই পারে। কিন্তু ট্রেনে উঠে আর ঘেমেনেয়ে একসা হতে হবে না। কিন্তু ফুরফুরে অফিসযাত্রার জন্য ঠিক কত ভাড়া গুনতে হবে?

    রেলের শিয়ালদহ বিভাগ সূত্রে জানা যাচ্ছে, শিয়ালদহ মেন এবং বনগাঁ, এই দুই শাখায় আপাতত বাতানুকূল লোকাল চালানো হবে। সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা। এসি লোকালে শিয়ালদহ থেকে দমদম যাতায়াতে ভাড়া পড়বে ২৯ টাকা। মাসিক ৫৯০ টাকা। একই ভাবে শিয়ালদহ থেকে ব্যারাকপুরের ভাড়া পড়বে ৫৬ টাকা। মাসিক ১২১০ টাকা। ফুরফুরে হাওয়ায় শিয়ালদহ থেকে নৈহাটি যেতে খরচ পড়বে ৮৫ টাকা। মাসিক ১৭২০ টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট দৈনিক ১১৩ এবং মাসিক ২৩১০ টাকা। আর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যেতে এসি ট্রেনের ভাড়া ১৩২ টাকা। মাসে ২৬৮০ টাকা।

    একই ভাবে বনগাঁ শাখার জন্য দমদমের ভাড়া পড়বে ২৯ টাকা। মাসিক ৫৯০ টাকা। বারাসতে দৈনিক ভাড়া ৫৬ টাকা এবং মাসিক ১২১০ টাকা। এসি লোকালে হাবড়া যেতে হলে ভাড়া পড়বে ৮৫ টাকা। মাসের হিসাবে ১৭২০ টাকা। গোবরডাঙার ভাড়া হবে যথাক্রমে ৯৯ এবং ২০১০ টাকা। আর বনগাঁ যাওয়ার ভাড়া ১১৩ টাকা এবং মাসিক পড়বে ২৩২০ টাকা। বস্তুত, লোকালের ভাড়ার সঙ্গেই এসি লোকালের ভাড়ার আকাশ-পাতাল ফারাক। তবে সপ্তাহে ছ’দিন কলকাতা থেকে ব্যারাকপুরে যাতায়াতকারী অফিসকর্মী নবীন দেবনাথের মন্তব্য, ‘‘তুলনা টানাও ঠিক নয়। সপ্তাহে এক দিন না হয় বিশ্রী গরমের মধ্যে এসি লোকালে উঠব। তাতে ভাড়া একটু বেশি দিতে হলেও গায়ে তো ঠান্ডা হাওয়া লাগবে। তাই বা মন্দ কী?’’ যদিও রেল জানিয়েছে, সব ভাড়ার সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ জিএসটি।

    উল্লেখ্য, এসি ট্রেনের সব কামরাই পূর্ণ বাতানুকূল থাকবে। ১২ কামরার লোকাল তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। প্রতিটি কামরায় চারটি স্বয়ংক্রিয় দরজা থাকছে। এ ছাড়াও জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম রয়েছে। ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিসরের সুবিধা ছাড়াও মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক থাকছে। মুম্বই, চেন্নাইয়ের পর লোকাল ট্রেনে এসির ছাঁট পাবে কলকাতাও। শিয়ালদহের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘‘সিটি অফ জয়’-এর জন্য ২০২৫ সালে শিয়ালদহ ডিভিশনের জন্য এটাই সেরা উপহার।’’
  • Link to this news (আনন্দবাজার)