নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দেওয়াল লিখন, মিছিল, পথসভা ও বাড়ি বাড়ি অভিযান। শহিদ দিবস নিয়ে শিলিগুড়িতে এভাবেই টানা ২৮ দিন প্রচার চালানো হবে। শুক্রবার শহরে প্রস্তুতি সভা করে এমন কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে তারা শহিদ দিবসের অনুষ্ঠান অঞ্চলে অঞ্চলে পালন ও জায়ান্ট স্ক্রীনে কলকাতার অনুষ্ঠান প্রদর্শিত করার পরিকল্পনা নিয়েছে।
২১ জুলাই শহিদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। এজন্য এদিন তারা এসএফ রোডের একটি হলে প্রস্তুতি সভা করেছে। সভায় দলের দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল, দলের নেত্রী পাপিয়া ঘোষ, দলের রাজ্য কমিটির নেতা অলোক চক্রবর্তী, শঙ্কর মালাকার, বেদব্রত দত্ত সহ সর্বস্তরের নেতা-কর্মীরা হাজির ছিলেন।
দলের জেলা চেয়ারম্যান (সমতল) বলেন, দলের অঞ্চল, ব্লক, টাউন কমিটির, শাখা সংগঠনের এবং পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ ৬০০ জন সভায় হাজির ছিলেন। শহিদ দিবস নিয়ে ২৮ দিন প্রচার চালানোর সিদ্ধান্ত সর্বসন্মতিক্রমে নেওয়া হয়েছে। শহিদ দিবসের সমর্থনে প্রতিটি গ্রামে ও শহরের ওয়ার্ডে দেওয়াল লিখন, মিছিল, পথসভা করা হবে। বাড়ি বাড়িও যাওয়া হবে। ১৮ থেকে ২০ জুলাই এখান থেকে দলের নেতা-কর্মীরা কলকাতার শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেবেন। যাঁরা কলকাতায় যেতে পারবেন না তাঁরা নিজেদের অঞ্চল ও ব্লক কমিটির কার্যালয়ে শহিদ দিবস পালন করবেন। এজন্য শহিদ বেদিতে মাল্যদান ও দলীয় পতাকা উত্তলন করবেন। পাশাপাশি, কালকাতার সভা কিছু জায়গায় বড় পর্দার মাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হতে পারে।
এদিকে, এদিনের প্রস্তুতি সভায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার উপস্থিত ছিলেন না বলে খবর। দলের জেলা চেয়ারম্যান (সমতল) বলেন, মেয়র কলকাতায় গিয়েছেন, আর ডেপুটি মেয়র অসুস্থ রয়েছেন। তাই তাঁরা সভায় যোগ দিতে পারেননি। তবে, সভায় যতজনকে ডাকা হয়েছিল, তারমধ্যে ৯০ শতাংশ হাজির ছিলেন।