• লিলুয়ায় অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার
    বর্তমান | ২১ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার সকালে লিলুয়ায় জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে জঞ্জালের স্তূপ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জয়পুর বিল সংলগ্ন এলাকায় আবর্জনার স্তূপে বছর পঁয়ত্রিশের ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরনে ছিল লাল জামা ও কালো রঙের প্যান্ট। খবর দেওয়া হয় লিলুয়া থানায়। ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া সিটি পুলিসের কর্তারা। স্থানীয়দের দাবি, রাস্তায় অসুস্থ হয়ে কোনওভাবে ওই যুবকের মৃত্যু হতে পারে। আবার কেউ বা কারা ওই যুবককে খুন করে দেহ ফেলে রেখে গিয়েছে বলেও দাবি করেন অনেকে। পুলিস জানিয়েছে, দেহে আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, যুবক ভবঘুরে নয়। দেহ শনাক্তকরণের জন্য তাঁর ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)