নিরুফা খাতুন: সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা! মুখ ভার আকাশের। ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে হালকা হাওয়া বইছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা। এদিকে ২৫ জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস।
পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত। নতুন করে গাঙ্গেয় বঙ্গে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সপ্তাহভর বৃষ্টিতে ভিজবে গোটা বঙ্গ।
আজ, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং হালকা ঝড়ো হওয়ার বইবার পূর্বাভাস। ঝড়বৃষ্টির বেশি সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেও ঝড়-বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে বলে পূর্বাভাস।
আজ, দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে। সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে। বাতাসে জলীয় বাস্প থাকায় অস্বস্তি কিছুটা বাড়বে। বুধ-বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার তাপমান সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি।
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। অতিভারী বৃষ্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। সব মিলিয়ে গোটা সপ্তাহ বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ও উত্তরবঙ্গ।