নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এক বছর ধরে ঘুরেও চা শ্রমিকরা পিএফ-এর টাকা পাচ্ছেন না। অথচ দালাল ধরলে ৭২ ঘণ্টাতেই না কী টাকা পাওয়া যাচ্ছে! জলপাইগুড়িতে আঞ্চলিক পিএফ কমিশনারের অফিসে এসে বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। আজ, সোমবার কমিশনারের দেখা না পেয়ে আঞ্চলিক পিএফ কমিশনার (দুই) শশাঙ্ক শেখরের সঙ্গেই দেখা করেন সাংসদ। পিএফ অফিসের আধিকারিকের সামনেই টেবিলে ছুড়ে ফেলে দেন কাগজপত্র। বলেন, এর আগেও পিএফ কমিশনারের অফিসে এসে চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা নিয়ে হয়রানির শিকার হওয়ার বিষয়টি বলেছি। তারপরও কিছুই লাভ হয়নি। আজ শেষবার বলে গেলাম। এরপর যদি পিএফ অফিস নিজেদের না বদলায় তারপর যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। কার্যত হুমকির সুরেই একথা বলেন বিজেপি সাংসদ। পাশাপাশি চা বাগানের পিএফ দুর্নীতি নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মনোজ টিগ্গা। অন্যদিকে, বিজেপি সাংসদের পিএফ অফিসে হানা দেওয়াকে নিয়ে তোপ দাগতে ছাড়েনি তৃণমূল চা শ্রমিক ইউনিয়নও। তাদের বক্তব্য, পিএফ অফিস কেন্দ্রের অধীন। সেই অফিসে দালালরাজ নিয়ে অভিযোগ তুলছেন খোদ বিজেপিরই সাংসদ! তাহলে এই ব্যর্থতা আসলে কাদের?