• রাস্তায় ধান রোপণ করে বিক্ষোভ
    বর্তমান | ২৪ জুন ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: রাস্তায় ধান রোপণ করে সংস্কারের দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার বাগদার নাটাবেড়িয়া থেকে নদীয়ার আইসমালি যাওয়ার রাস্তার পাঁচপোতা এলাকায় অবরোধ করেন তাঁরা। প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বাসিন্দারা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই রাস্তাটি জেলা পরিষদের। জেলা পরিষদের পক্ষ থেকেই রাস্তার সংস্কার করা হয়, করাও হবে।

    বাগদার বেনিমাধবতলা থেকে নাটাবেড়িয়া হয়ে নদীয়ার আইসমালি পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ রাস্তাটি। রাস্তার মাঝে বড় বড় গর্ত। চলাচলে বিপুল সমস্যা সৃষ্টি হচ্ছে বাসিন্দাদের। বেহাল রাস্তার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। সোমবার সংস্কারের দাবিতে পাঁচপোতা এলাকায় রাস্তায় ধান রোপণ করে অবরোধ শুরু হয়। অবরোধকারীদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। এই পথ অবরোধ কর্মসূচিতে বিজেপি কর্মীরাও অংশ নেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিস। আসেন বাগদা ব্লকের এক আধিকারিক। তাঁর আশ্বাসে অবরোধ উঠে যায়। ব্লক আধিকারিক শুভেন্দু বিশ্বাস বলেন, রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা অবরোধ করেছেন। আমি তাঁদের কথা শুনেছি। সেগুলি বিডিওর কাছে তুলে ধরবো। এবিষয়ে জেলা পরিষদের সদস্য শম্পা অধিকারী বলেন, এই রাস্তা আমরা আগেও একাধিকবার সংস্কার করেছি। আবারও কাজ শুরু হবে। কিন্তু বিজেপি শুধুই অভিযোগ করে। ওদের সাংসদ এখানকার মানুষের ভোটে জিতেছেন। কিন্তু তিনি এলাকাবাসীদের জন্য কী করছেন? নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিজেপি কর্মীরা পথ অবরোধে নেমেছেন। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)