• আলিফার জয়ে উচ্ছ্বসিত মমতা
    দৈনিক স্টেটসম্যান | ২৪ জুন ২০২৫
  • প্রত্যাশিত ফলাফল কালীগঞ্জের উপনির্বাচনে। নতুন রেকর্ড গড়ে বাবাকেও ছাপিয়ে গেলেন মেয়ে। সোমবার উপনির্বাচনের ফলাফলে প্রায় ৫০ হাজারের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আশিস ঘোষকে পরাজিত করে সবুজ ঝড় বইয়ে দিলেন কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ। এই ফলাফলে উচ্ছ্বসিত খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়ের জন্য মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তৃণমূল-সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।’ তাঁর সংযোজন, ‘আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম এবং সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।’

    কমিশন সূত্রের খবর, প্রায় ৫০ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ২ হাজার ১৭৯, বিজেপি প্রার্থী পেয়েছেন ৫২ হাজার ৪২৪টি ভোট। কংগ্রেসের প্রাপ্ত ভোট ২৮ হাজার ২৬২টি। নোটায় পড়েছে ২,৫০০ ভোট। অর্থাৎ ৪৯,৭৫৫ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে আলিফার বাবা কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ৪৬,৯৮৭ ভোটে জয়ী হয়েছিলেন। অর্থাৎ উপনির্বাচনে বাবার চেয়েও বেশি ভোট পেলেন নাসিরুদ্দিন-কন্যা। নাসিরউদ্দিনের মৃত্যুর জেরে গত ১৯ জুন কালীগঞ্জে উপনির্বাচন হয়েছিল। সোমবার উপনির্বাচনের গণনার শুরু থেকেই ব্যবধান বাড়াতে বাড়াতে এগিয়ে চলেছিলেন তৃণমূল প্রার্থী আলিফা। ১৮তম রাউন্ডের পরই দেখা যায়, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিধায়কের ব্যবধানও ছাপিয়ে গিয়েছেন তিনি। আর এই ফলাফল জেনেই জয়ের উৎসব শুরু করে দেন এলাকার তৃণমূলকর্মী, সমর্থকরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)