• ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই নতুন দল আনছেন দিলীপ? মুখ খুললেন BJP নেতা
    এই সময় | ২৪ জুন ২০২৫
  • শোনা যাচ্ছিল, তিনি নাকি নতুন রাজনৈতিক দল গড়ছেন। নামও একেবারে পাকা। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের ‘দিল কা হাল’ বঙ্গ রাজনীতির অন্যতম জটিল ধাঁধা হয়ে উঠছিল, দাবি রাজনৈতিক মহলের একাংশের। কিন্তু মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ‘মন কি বাত’ জানালেন তিনি। সত্যিই কি বিজেপি ছেড়ে নিজের দল গড়ছেন দিলীপ?

    প্রাতঃভ্রমণ এবং রাজনৈতিক চর্চাকে দীর্ঘদিন একতারে আটকে রেখেছেন দিলীপ ঘোষ। মঙ্গলেও তার ব্যতিক্রম হয়নি। নতুন দল গড়ার জল্পনায় জল ঢেলে নিজেকে বিজেপির বিশ্বস্ত সৈনিক বলে ফের দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

    তিনি এ দিন বলেন, ‘আমি দল দাঁড় করিয়েছি। দল গঠন করিনি বা করার দরকার নেই।’ এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ আরও বলেন, ‘৭০ বছর ধরে লড়াই করে একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। নতুন দলের প্রয়োজন নেই।’ অর্থাৎ, তিনি জোর গলায় বিজেপির উপরে ভরসা রাখার বার্তা দিয়েছেন।

    উল্লেখ্য, তথ্য বলছে, তিনি বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন বাংলায় ফুলে ফেঁপে ওঠে দল। ভোটে সাফল্যের নিরিখেও ‘রাজ্য বিজেপি সভাপতি দিলীপ’ সফল ছিলেন। কিন্তু গত কয়েক বছর ধরে তিনি দলেই ‘কোণঠাসা’, দাবি গেরুয়া শিবিরের একাংশের। লোকসভা নির্বাচনে নিজের খাসতালুক থেকে ভোটে দাঁড় করানো হয়নি দিলীপ ঘোষকে। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তিনি কোনও কামাল করতে পারেননি। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছিলেন। সবমিলিয়ে দিলীপ ঘোষের অন্য দলে যোগ দেওয়ার জল্পনা আরও তুঙ্গে উঠেছিল। যদিও এ বার সেই জল্পনায় জল ঢাললেন এই বর্ষীয়ান নেতা।

  • Link to this news (এই সময়)