গত সপ্তাহের ভারী বৃষ্টিতে জলাধার আংশিক পূর্ণ। গোদের উপর বিষ ফোঁড়ার মতো চলতি সপ্তাহে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই আগাম সতর্কতা হিসাবে সোমবার মধ্যরাত থেকে ৬০০০ কিউসেক জল ছাড়া শুরু করল কংসাবতীর মুকুটমণিপুর জলাধার।
একাধিকবার পিছিয়েছে শুভাংশু শুল্কার ‘অ্যাক্সিয়ম–ফোর’ অভিযান। এ বার এই অভিযানের নতুন তারিখ জানালো নাসা। সব ঠিক থাকলে বুধবার ২৫ জুন মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুল্কা।
মঙ্গলবার সকালে রাজধানী দিল্লির ভাটি মাইনস এলাকায় দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং হরিয়ানা এসটিএফ-এর এক হাই-প্রোফাইল এনকাউন্টার। তাতে কুখ্যাত গ্যাংস্টার রোমিল বোহরার মৃত্যু। বহুদিন ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। মাথার দাম ছিল তিন লাখ টাকা।
নদিয়ার কালীগঞ্জে বোমায় মৃত্যু নাবালিকা ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত তিন জনের নাম আনোয়ার শেখ, মানোয়ার শেখ, কালু শেখ। ঘটনায় মোট গ্রেপ্তার হলো চারজন।
আজ ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের পঞ্চম দিন। প্রথম টেস্ট জিততে ইংল্যান্ডের দরকার ৩৭১ রান। ভারতের সামনেও জেতার জন্য রয়েছে সমান সুযোগ। দরকার ১০ উইকেট। খেলা শুরু দুপুর সাড়ে তিনটেয়।
পশ্চিম এশিয়ার অশান্তিতে প্রভাব পড়েছিল বিমান চলাচলে। বন্ধ হয়ে যাওয়া এয়ারপোর্ট ধীরে ধীরে খুলতেই পশ্চিম এশিয়ার রুটে বিমান পরিষেবা শুরুর নির্দেশিকা জারি করল ইন্ডিগো বিমান সংস্থা। যদিও পরিস্থিতির উপর নজর রেখেই ফের কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানিয়েছে সংস্থা। সোমবার ইরান কাতারে হামলার পর ওই রুটে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল ইন্ডিগো।
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রথযাত্রার দিনও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায় নিজেকে সিআইডি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। সিআইডি পরিচয় দিয়ে প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে, তারপর বিভিন্ন মামলার সমাধান করে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।