• কোচবিহার-শিলিগুড়ি রুটে চালু হচ্ছে NBSTC-র এসি বাস
    এই সময় | ২৪ জুন ২০২৫
  • এই সময়, কোচবিহার: মঙ্গলবার ২৪ জুন থেকে কোচবিহার-শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)।

    সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এই খবর দিয়ে জানিয়েছেন, দু’টো বাস কোচবিহার-শিলিগুড়ি এবং শিলিগুড়ি-কোচবিহারের মধ্যে চলাচল করবে।

    তার জন্য মঙ্গলবার বেলা একটায় কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার সূচনা হবে। যাত্রীদের জন্য এই পথে সরকারি ভাড়া ৩২০ টাকার পরিবর্তে বিশেষ ছাড় দিয়ে ২২০ টাকা করা হয়েছে।

    আগামী ছ’মাস এই সুবিধা পাবেন যাত্রীরা। প্রতিদিন সকালে ৭.৪০ ও দুপুর ২:৪০ মিনিটে কোচবিহার থেকে এসি বাস ছাড়বে। শিলিগুড়ি থেকে প্রতিদিন সকাল ৮.৫০ মিনিটে ও বিকেল ৩.৫০ মিনিটে বাসটি ছাড়বে।

  • Link to this news (এই সময়)