• হাঁটাচলা থেকে মলমূত্র ত্যাগ, কিছুই করার ক্ষমতা ছিল না তরুণীর, শিড়দাঁড়ায় জটিল অস্ত্রোপচারে সুস্থ করে তুলল মেডিক্যাল কলেজ...
    আজকাল | ২৪ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিনামূল্যে জটিল অস্ত্রোপচারে সুস্থ হল রোগী। প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত রোগীকে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করে তুললেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইংস 'অনাময়' হাসপাতালের চিকিৎসকরা। 

    জানা গিয়েছে, বীরভূমের তরুণী সুমিত্রা ডোম গত কয়েকবছর ধরে জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাঁর কোমরের নিচের অংশ সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছিল। স্বাভাবিক হাঁটাচলা এমনকি মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রেও তাঁর সমস্যা দেখা দিয়েছিল। পরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন সুমিত্রার শিরদাঁড়া বা 'স্পাইনাল কর্ড'-এ একটি বড়সড় সমস্যা রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে যার নিরাময় করতে হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যথেষ্টই জটিল ছিল এই অস্ত্রোপচার। 

    চিকিৎসকরা জানান, 'বর্ধমান হাসপাতালে এই ধরনের অস্ত্রপচার আগে কখনও হয়নি। অনাময় হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলাম চৌধুরী-র নেতৃত্বে প্রথমবার এই অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে রোগীকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া হয়েছে।'

    চিকিৎসক সিরাজুল ইসলাম চৌধুরী জানান, 'অনাময় হাসপাতালে এতদিন নিউরো বিভাগের আউটডোর চালু রয়েছে। এটাই প্রথম নিউরো সার্জারি বা অস্ত্রোপচার করা হল। এই অস্ত্রোপচার সফল হয়েছে। রোগী সুস্থভাবে হাঁটাচলা করতে পারছেন।' খুশি সুমিত্রা ও তাঁর পরিবার। চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন 'নতুন' জীবন দেওয়ার জন্য।
  • Link to this news (আজকাল)