কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে আগুন, উপনির্বাচনের গণনার মধ্যেই নীচে নামিয়ে আনা হল কর্মী-আধিকারিকদের
আনন্দবাজার | ২৪ জুন ২০২৫
উপনির্বাচনের ভোটগণনার সময়েই কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে আগুন। তড়িঘড়ি নীচে নামিয়ে আনা হল কর্মী-আধিকারিকদের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের দোতলায় ডেটা সেন্টার (তথ্যকেন্দ্র)-এ আগুন লাগে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।
সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যস্ততা ছিল কমিশনের দফতরে। তার উপর কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটগণনা সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন কমিশনের কর্মীরা। গণনার পরিসংখ্যান জানতে কমিশনের উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। এই পরিস্থিতিতে দোতলার তথ্যকেন্দ্র থেকে হঠাৎ আগুন বেরিয়ে আসতে দেখা যায়। তড়িঘড়ি নীচে নামিয়ে আনা হয় সবাইকে। নীচে নেমে আসেন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালও। দ্রুত খালি করে দেওয়া হয় গোটা দফতর। আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বহুতল ভবনের দোতলা এবং তিন তলায় কমিশনের দফতর। রবিবার দুপুরে হঠাৎই দোতলার তথ্যকেন্দ্র থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে চার দিকে। প্রথমে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। খবর দেওয়া হয় দমকলকেও। দমকলের আধিকারিকেরা পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁরা জানান আগুন নিয়ন্ত্রণে। প্রাথমিক ভাবে দমকল মনে করছে, তথ্যকেন্দ্রে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড। সিইও জানান, এই ঘটনার ফলে ভোটগণনায় কোনও প্রভাব পড়বে। কালীগঞ্জে শান্তিপূর্ণ ভাবে ভোটগণনা চলছে বলে জানান তিনি।