• পড়ে রইল ভাতের থালা, মধ্যাহ্নভোজের সময় টেবিল ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কুলতলির বধূর!
    আনন্দবাজার | ২৪ জুন ২০২৫
  • রান্নাবান্না সেরে সবে খেতে বসেছিলেন। গরমের জন্য সামনে চলছিল টেবিল ফ্যান। সেটি সরিয়ে আর একটি জায়গায় রাখার সময় ঘটল বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বধূর। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপিঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া গ্রামের ঘটনা। মৃতার নাম সুলেখা মুদি। বয়স মাত্র ৩২ বছর।

    পরিবার সূত্রে খবর, রবিবার দুপুরে স্বামী-স্ত্রী একসঙ্গে খাওয়ার আয়োজন করছিলেন। নিজের এবং স্বামীর জন্য ভাত বেড়ে অপেক্ষা করছিলেন সুলেখা। তখন তাঁর স্বামী ছিলেন স্নানঘরে। খাবারের টেবিলের সামনে একটি টেবিল ফ্যান চলছিল। সেটি সরিয়ে একটি জায়গায় রাখার জন্য হাত বাড়ান বধূ। ঠিক তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

    স্বামী খাবার টেবিলে গিয়ে দেখেন মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী। তিনি চিৎকার শুরু করেন। তাই শুনে ছুটে যান প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে সুলেখাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    পরিবারের প্রাথমিক অনুমান, ফ্যানের তার বা সুইচবোর্ড থেকে শর্টসার্কিটের কারণে ওই দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে মৈপিঠ কোস্টাল থানার পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

    সুলেখার পরিবারে স্বামী ছাড়াও রয়েছে তাঁদের তিন নাবালক সন্তান। তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সকলে। এমন দুর্ঘটনায় স্বাভাবিক ভাবেই শোকস্তব্ধ এলাকাবাসী।
  • Link to this news (আনন্দবাজার)