বাজেয়াপ্ত করা গাঁজা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন দুই সিভিক ভলান্টিয়ার! ধৃত হোমগার্ডও
আনন্দবাজার | ২৪ জুন ২০২৫
গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন দুই সিভিক ভলান্টিয়ার এবং এক হোমগার্ড। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার রেলস্টেশন থেকে খানিক দূরে। ওই নিয়ে সোমবার শোরগোল এলাকায়।
আলিপুরদুয়ার থানার পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর আড়াইটে নাগাদ তিন ব্যক্তিকে আটকে তল্লাশি চালানো হয়। বস্তুত, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে অভিযান চালিয়েছিল পুলিশ। তাতেই উদ্ধার হয় ১৯ কেজি গাঁজা। আর ওই নিষিদ্ধ মাদক যাঁরা পাচারের চেষ্টা করেছিলেন, তাঁদের দু’জন সিভিক ভলান্টিয়ার এবং এক জন হোমগার্ড। স্টেশনের সামনে থেকে একটি টোটো করে তাঁরা কোথাও যাচ্ছিলেন। ওই সময় আটকায় পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত তিন জন একটি ব্যাগে গাঁজা ভরে নিয়ে যাচ্ছিলেন। গাঁজা উদ্ধারের পর তিন জনের পরিচয় জানতে পেরে বিস্মিত হন পুলিশকর্মীরা। জানা গিয়েছে, ধৃতদের এক জনের নাম মানিকচন্দ্র বর্মণ। তিনি কোচবিহারের দেওয়ানহাট এলাকার বাসিন্দা এবং পেশায় হোমগার্ড। গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছেন আলিপুরদুয়ারের ভেলুরডাবরি এলাকার বাসিন্দা নীতিশ রায়। তিনি এক জন সিভিক ভলান্টিয়ার। দক্ষিণ পানিয়ালগুড়ি এলাকার বাসিন্দা অভিজিৎ বর্মণও সিভিক ভলান্টিয়ারের কাজ করেন। পাশাপাশি টোটোও চালান। তাঁর টোটো থেকেই কেজি কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে।
জানা যাচ্ছে, তিন অভিযুক্তই আলিপুরদুয়ার জংশনে টহলদারির দায়িত্বে ছিলেন। আবার তাঁরাই বাজেয়াপ্ত করা গাঁজা পাচারের চেষ্টা করেন। পুলিশ তিন জনকেই গ্রেফতার করেছে।