• অপহরণের মিথ্যা অভিযোগ দায়ের করা মা অন্য ঘটনায় গ্রেফতার
    আনন্দবাজার | ২৪ জুন ২০২৫
  • আট বছরের ছেলেকে অপহরণ করা হয়েছে বলে হাওড়ার দাশনগর থানায় অভিযোগ করেছিলেন মা। যদিও সন্দেহ হয়েছিল পুলিশের। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিক ভাবে পুলিশ নিশ্চিত হয় যে, অভিযোগটি সাজানো। কিন্তু কেন মা এমন অভিযোগ করেছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে তার আগেই ঘোলা থানার পুলিশ অন্য এক ঘটনায় সেই মহিলাকে গ্রেফতার করেছে। তার নাম সঙ্গীতা সিংহ।

    পুলিশ সূত্রের খবর, ১৯ মে ঘোলা থানায় এক গাড়িচালকের নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছিল। নাবালিকাকে উদ্ধারের পরে পুলিশ প্রাথমিক ভাবে নিশ্চিত হয় যে, অভিযোগটি ঠিক নয়। কাউকে ফাঁসানোর জন্য অপহরণের চিত্রনাট্য সাজানো হয়েছিল। পুলিশ সূত্রের খবর, নাবালিকার মা অভিযোগ করেছিলেন, তাঁদের পরিচিত, রিষড়ার এক ব্যক্তি বাড়িতে এসেছিলেন। তিনিই লজেন্স দেওয়ার নাম করে বছর দশেকের মেয়েকে নিয়ে গিয়েছেন।

    তদন্তে পুলিশ জানতে পারে, রিষড়ার যে ব্যক্তির নামে অভিযোগ করা হয়েছে, তিনি সেনাবাহিনীর জওয়ান। তিনি ঘটনার বিন্দুবিসর্গও জানেন না। পুলিশ নাবালিকার পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এমন অবস্থায় কামারকুণ্ডু স্টেশন থেকে জুনের ৪ তারিখে মেয়েটিকে উদ্ধার করে রেল পুলিশ। তার পরে নাবালিকার সঙ্গে কথা বলে ঘোলা থানার পুলিশ ডোমজুড়ের বাসিন্দা সঙ্গীতা ও তার এক পুরুষ বন্ধুর কথা জানতে পারে। রবিবার রাতে সঙ্গীতাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রের খবর, সঙ্গীতার ওই বন্ধুর গাড়ি চালাতেন নাবালিকার বাবা। সঙ্গীতা এবং তার বন্ধু ওই জওয়ানকে ফাঁসানোর ছক কষেছিল। তাই গাড়িচালকের মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। পরিকল্পনায় গাড়িচালককেও তারা শামিল করেছিল। কী উদ্দেশ্যে তারা এই ছক কষেছিল, পুলিশ তা জানার চেষ্টা করছে। খোঁজ চলছে ওই বন্ধু এবং গাড়িচালকের।

    সোমবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালত সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতের গোপন জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)