আদালত অবমাননা মামলায় আপাতত আর হাজিরা দিতে হবে না কুণালকে, জানাল হাই কোর্ট
আনন্দবাজার | ২৪ জুন ২০২৫
বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননা মামলায় হাজিরা থেকে আপাতত অব্যাহতি পেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আদালতের নির্দেশে সোমবার হাই কোর্টের বৃহত্তর বেঞ্চের সামনে হাজিরা দিয়েছিলেন কুণাল-সহ এই মামলার অন্য অভিযুক্তেরা। তাঁদের হাজিরা রেকর্ডের পরে শুনানি হয়। শুনানি শেষে হাই কোর্ট জানিয়ে দেয়, আপাতত আর কুণালকে হাজিরা দিতে হবে না আদালতে!
বিচারপতি বসুর এজলাসে উচ্চ প্রাথমিকে সুপারনিউমেরারি পদে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয়েছিল। সেই মামলায় নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশের দিনে চাকরিপ্রার্থীদের একাংশ বিক্ষোভ দেখান হাই কোর্ট চত্বরে। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের সুপারনিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার কোনও অগ্রগতি হয়নি হাই কোর্টে। এমনকি, বিচারপতির সঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের ‘আঁতাঁতের’ কথাও বলা হয়। বিচারপতি বসুর বিরুদ্ধে স্লোগান ওঠে। তাঁর ছবি রাস্তায় ফেলে দেন কয়েক জন। কয়েক জন আবার আইনজীবী বিকাশের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান।
এই ঘটনা গড়ায় হাই কোর্ট পর্যন্ত। আদালত অবমাননার মামলা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের কয়েক জন আইনজীবী। এই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাজর্ষি ভরদ্বাজের বৃহত্তর বেঞ্চ গড়ে দেন প্রধান বিচারপতি। মামলার শুনানিতে অভিযুক্তদের কাছে হলফনামা চায় বৃহত্তর বেঞ্চ। গত শুনানিতে হলফনামা জমা না দেওয়ায় আদালত অবমাননা রুল জারি হয়। বলা হয়, অভিযুক্তদের কেন জেল হেফাজতে নেওয়া হবে না, তা আদালতে হাজিরা দিয়ে জানাতে হবে তাঁদের। আদালতের নির্দেশের পরই সোমবার কুণালরা আদালতে হাজিরা দেন। পাশাপাশি, নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দেন বৃহত্তর বেঞ্চের কাছে। আদালত অবমাননার শুনানি পদ্ধতি নিয়ে সোমবার প্রশ্ন তোলেন কুণালের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি দাবি করেন, কুণালের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সারবত্তা নেই। আগামী ৩০ জুন এই মামলার পরবর্তী শুনানি।