• ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে ভারী বর্ষণ, আগামী পাঁচ দিন কোন কোন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?
    আনন্দবাজার | ২৪ জুন ২০২৫
  • আগামী চার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। ঝড়ের পাশাপাশি শুরু হবে ভারী বর্ষণ। ওই দিন হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিা, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। এই জেলাগুলির পাশাপাশি শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দুই বর্ধমান এবং বীরভূমেও। ২৫ ও ২৬ তারিখ উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই দু’দিন সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আলিপুর। সে সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।

    অন্য দিকে, উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা। মাঝে দু’দিনের জন্য বৃষ্টির দাপট কমলেও বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে। ওই দিন দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি হবে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে বাকি জেলাগুলিতেও।

    সোমবারের বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে রোদ উঠেছে কলকাতায়। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
  • Link to this news (আনন্দবাজার)