• মমতার লেখা ৯৫টি বই স্কুলের লাইব্রেরিতে, অনুমোদন স্কুলশিক্ষা দপ্তরের
    এই সময় | ২৪ জুন ২০২৫
  • এই সময়: বাংলার স্কুলগুলির লাইব্রেরিতে এ বার থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ১৯টি বই। এর মধ্যে কয়েকটি হলো — ‘বিকেলটা হারিয়ে গিয়েছে’, ‘আমার পাহাড়’, ‘আমার জঙ্গল’, ‘চোখের তারা’, ‘জীবন সংগ্রাম’, ‘এক পলকে এক ঝলকে’, ‘কুৎসাপক্ষ’ ইত্যাদি।

    রাজ্যের ২,০২৬টি স্কুলের পাঠাগারে বই কিনতে ২০ কোটি ২৬ লক্ষ টাকা অনুমোদন করেছে স্কুলশিক্ষা দপ্তর। সেই হিসেবে প্রতিটি বিদ্যালয়ের জন্য বরাদ্দ ১ লক্ষ টাকা। স্কুলগুলিতে বইয়ের তালিকাও পাঠানো হয়েছে।

    সেখানেই দেখা যাচ্ছে, লিস্টে থাকা ৫৬০টির মধ্যে মুখ্যমন্ত্রীর লেখা বই ১৯টি। তিনি বাদে অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হোমার, অ্যালবার্ট আইনস্টাইন, হেনরি গিলবার্ট, ও. হেনরি, জেরম কে জেরম, হেলেন কেলার, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেন–রাও আছেন। এবং মমতা বাদে তৃণমূলের আরও নেতা ও পদাধিকারীর লেখা বই রয়েছে ওই তালিকায়।

    গত ১৯ তারিখ রাজ্যের সমস্ত বিদ্যালয় পরিদর্শককে (ডিআই মাধ্যমিক) এ সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছেন স্কুলশিক্ষা কমিশনার। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে স্কুলগুলিতে বই পাঠাতে হবে ডিআই–দের।

    গিল্ডের সম্পাদক শুধাংশু দে বলেন, ‘এই প্রকল্প ২০১৯–’২০ সালের। স্কুলের পাঠাগারগুলিতে যাতে পর্যাপ্ত বই থাকে, সে জন্য একটি কমিটিও গড়ে দেওয়া হয়েছিল। চার–পাঁচ হাজার বইয়ের তালিকা জমা পড়েছিল কমিটির কাছে।’

    কমিটির আহ্বায়ক ছিলেন তৎকালীন স্কুলশিক্ষা কমিশনার। এ বাদে তখনকার সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার, স্কুলশিক্ষা অধিকরণের উপ–অধিকর্তা দেবজ্যোতি বড়াল–সহ বেশ ক’জন ছিলেন কমিটিতে। সুধাংশু জানান, বহু নামী প্রকাশনা সংস্থার বই আছে ওই তালিকায়।

  • Link to this news (এই সময়)