পুকুর ভরাট নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে বলেন, ‘জলাশয় বা পুকুর ভরাট করে কোনও বেআইনি নির্মাণ তৈরি হলেই তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।’
সূত্রের খবর, এ দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বলেন, ‘পুর এলাকায় জোর করে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করলে তা ভেঙে দেওয়া হবে। বারবার সতর্ক করার পরেও এই কাজ হয়েই আসছে। এই কাজ যে করবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই বিষয়ে কড়া পদক্ষেপ। পরিবেশের স্বার্থে কোনও কিছুর সঙ্গেই আপোস করা হবে না।’
উল্লেখ্য, মাস খানেক আগেই আড়িয়াদহের জয়ন্ত সিং ওরফে জায়ান্টের বিশাল বেআইনি প্রাসাদ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর পরেই তৎপর হয়ে উঠেছিল কামারহাটি পুরসভা।
২০২৪ সালের জুলাই মাসে খবরের শিরোনামে উঠে আসে জয়ন্ত সিং ও তাঁর দলবল। তাঁর পর থেকেই সামনে এসেছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ। আড়িয়াদহের এক যুবক ও তাঁর মাকে রাস্তায় ফেলে পেটানোর ঘটনাতে পুলিশ জয়ন্ত ও তাঁর কয়েকজন সঙ্গীকে গ্রেপ্তারও করে।