আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে কমেছে বৃষ্টির তীব্রতা। মঙ্গলবার সকালেও শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার। ইতিমধ্যেই, রাজ্যে বর্ষা ঢুকে গেলেও সেভাবে বৃষ্টি দেখা যায়নি দক্ষিণবঙ্গে। বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টি হয়নি। আজ মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কোথাও রৌদ্রজ্জ্বল আকাশ, কোথাও বা আবার মেঘলা আকাশ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী রবিবার অর্থাৎ ২৯ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ কলকাতা শহরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে আলিপুর। মঙ্গলবার থেকেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। এ ছাড়াও পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।